কুশোক বাকুলা রিনপোছে

কুশোক বাকুলা রিনপোছে (তিব্বতি: སྐུཤོག་བ་ཀུ་ལ་རིན་པོ་ཆེ།) ভারতের লাদাখের স্পিতুক অঞ্চলের পেথুপ বৌদ্ধবিহারের প্রধানের উপাধি। এই উপাধিধারী বৌদ্ধদের বুদ্ধ অমিতাভের অবতার রূপে কল্পনা করা হয়। উল্লেখ্য এই উপাধিধারীদের তালিকার মধ্যে সপ্তদশ কুশোক বাকুলা রিনপোছে প্রথম যিনি লাদাখ অঞ্চলে জন্মগ্রহণ করেন। বর্তমানে থুপ্সতান নাওয়াং নামক বিংশ কুশোক বাকুলা রিনপোছে এই উপাধিধারী।

তালিকা সম্পাদনা

কুশোক বাকুলা রিনপোছে নাম ওয়াইলি প্রতিলিপিকরণ পরিচয়
প্রথম অমিতাভ -- বুদ্ধ
দ্বিতীয় তিলো পা --
তৃতীয় লুই পা -- চর্যাপদের কবি
চতুর্থ ? ?
পঞ্চম আর্যসুর dpag bsam dbang po নাগার্জুনের শিষ্য
ষষ্ঠ র্গ্যাল-বা-ম্ছোগ-দ্ব্যাংস rgyal ba mchog dbyangs
সপ্তম ম্ন্যাম-মেদ-রিন-ছেন-ব্র্ত্সোন-'গ্রুস mnyam med rin chen brtson 'grus
অষ্টম য়ে-শেস-দ্জিন ye shes dzin
নবম রিন-ছেন-ব্জাং-পো rin chen bzang po
দশম গেশে ছাগপা ত্রিছোগ ?
একাদশ রাস-ছুং-র্দো-র্জে-গ্রাগ্স-পা ras chung rdo rje grags pa মিলারেপার শিষ্য
দ্বাদশ ব্লো-গ্রোস-ছোস-স্ক্যোং[১] blo gros chos skyong
ত্রয়োদশ ছোস-ক্যি-র্দো-র্জে chos kyi rdo rje ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শানের শিষ্য
চতুর্দশ লোব্জাং জিনপা ? ষষ্ঠ পাঞ্চেন লামার শিষ্য
পঞ্চদশ য়োংস-দ্জিন-য়ে-শেস-র্গ্যাল-ম্ত্শান yongs dzin ye shes rgyal mtshan অষ্টম দলাই লামার শিক্ষক
ষোড়শ জেতসুন ঙ্গাবাং জাম্পেক য়েশে গ্যাৎশো ?
সপ্তদশ দ্কোন-ম্ছোগ-রাং-'গ্রোল-ন্যি-মা dkon mchog ran 'grol nyi ma প্রথম কুশোক যিনি লাদাখে জন্মগ্রহণ করেন
অষ্টাদশ ? ?
ঊনবিংশ ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-থুব-ব্স্থান-ম্ছোগ-নোর Ngag dbang blo bzang thub bsthan mchog nor পদ্মভূষণ পুরস্কার প্রাপক
বিংশ থুব-ব্স্থান-ঙ্গাগ-দ্বাং Thub bsthan ngag dbang বর্তমান

তথ্যসূত্র সম্পাদনা