কুরসা নদী

ভারতীয় নদী
কুরসা নদী
অবস্থান
রাষ্ট্রভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাউত্তর দিনাজপুর জেলা
প্রাকৃতিক বৈশিষ্ট্য
উৎস 
 • অবস্থানগাণ্ডুয়া বিল, চাকুলিয়া
মোহনা 
 • অবস্থান
তারাপুর
নিষ্কাশন 
 • অবস্থানসুধানী নদী

গতিপথ সম্পাদনা

কুরসা নদীর উৎপত্তি হয়েছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার গোবিন্দপুর গণ্ডাল সন্নিকটস্থ গাণ্ডুয়া বিল থেকে। এই নদীটির পশ্চিম তীরে রয়েছে আরানি, লউচা, খুদান প্রভৃতি গ্রাম এবং পূর্ব তীরে রয়েছে সাতভেটি, সমসপুর, নবীপুর গ্রামগুলি। এইসব গ্রাম অতিক্রম করে তারাপুরের নিকট এসে কুরসা নদী সুধানী নদীর সাথে মিলিত হয়েছে। একসময় এই নদীতে কুরসা মাছ পাওয়া যেত। অনুমান করা হয় যে, সেই থেকেই এই নদীর নাম হয়েছে কুরসা নদী। গাণ্ডুয়া বিল থেকে চানা নামে আরও একটি নদীর উৎপত্তি ঘটলেও পরে এই নদীটিও কুরসার সাথে মিলিত হয়েছে।[১]

তথ্যসূত্র সম্পাদনা