কুমিল্লা সেনানিবাস হত্যাকান্ড

১৯৭১ সালের মার্চ মাসে পাকিস্তান সেনাবাহিনী দ্বারা পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) কুমিল্লা সেনানিবাসে গণহত্যা চালানো হয়েছিল। লেফটেন্যান্ট কর্নেল মনসুরুল হক দাবি করেছিলেন যে ২৭-২৮ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসে ১৭ জন বাঙালি সেনা কর্মকর্তা এবং ৯৫৩ সৈন্যকে হত্যা দেওয়া হয়েছিল। হামুদুর রহমান কমিশন তার দাবিটিকে "শক্ত" বলে বিবেচনা করেছিল।[১] অন্যান্য উৎস অনুসারে, লেফটেন্যান্ট জেনারেল ইয়াকুব মালিকের নির্দেশে নিরস্ত্রীকরণের সময় ১৭ জন বাঙালি অফিসার এবং ৯১৫ জন সৈন্যকে (সবাই মুসলমান) হত্যা করা হয়।[২][৩][৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The genesis of defeat - Cover Story News - Issue Date: Aug 21, 2000"web.archive.org। ২০১৯-০৫-১৭। Archived from the original on ২০১৯-০৫-১৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১৮ 
  2. "Thematic Chronology of Mass Violence in Pakistan, 1947-2007 | Sciences Po Mass Violence and Resistance - Research Network"web.archive.org। ২০১৯-০৩-২৪। Archived from the original on ২০১৯-০৩-২৪। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১৮ 
  3. "Genocide they wrote"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৫-১২-০২। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১৮ 
  4. "GENOCIDE"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৭-১২-১৬। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১৮