কুমারধারা নদী

ভারতের নদী

কুমারধারা নদী ভারতের কর্ণাটক রাজ্যের একটি নদী। সুলিয়া শহরের দুটি প্রধান নদীগুলির মধ্যে একটি, এটি আরব সাগরে প্রবাহিত হওয়ার আগে উপ্পিনাঙ্গাদিতে নেত্রবতী নদীর সাথে মিশে গেছে[১]। বর্ষাকালে কুমারধারা ও নেত্রবতীর সঙ্গম একটি নয়নাভিরাম দৃশ্য রচনা করে এবং যে বছর এই সঙ্গম দেখা যায়, পুণ্যার্থীরা সারা রাজ্য থেকে সেই দৃশ্য দেখতে আসেন।[২] হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কুমারধারা নদী একটি পবিত্র নদী। এটা বিশ্বাস করা হয় যে কুক্কে সুব্রহ্মণ্য মন্দির পরিদর্শনকারী পুণ্যার্থীদের কুমারধারা নদী পার হতে হবে এবং মন্দিরে দর্শনের জন্যে যাওয়ার আগে সেখানে পবিত্র স্নান করতে হবে।

নদীর ওপর মাল্লাল্লি জলপ্রপাত

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Sir William Wilson Hunter। The imperial gazetteer of India, Volume 5। পৃষ্ঠা 471। 
  2. https://www.deccanherald.com/content/14551/kumaradhara-nethravathi-rivers-merge-uppinangady.html