কুন-দ্গা'-দ্পাল-বা
কুন-দ্গা'-দ্পাল-বা (ওয়াইলি: kun dga' dpal ba) (১৪৫১-১৫১৪) তিব্বতের খাম্স অঞ্চলে অবস্থিত ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) পঞ্চম প্রধান ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
সম্পাদনাকুন-দ্গা'-দ্পাল-বা ১৪৫১ খ্রিষ্টাব্দে তিব্বতের খাম্স অঞ্চলের দ্পা'-শোদ (ওয়াইলি: dpa' shod) নামক স্থানে এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ম্ত্শুর-স্তোন-নাম-ম্খা'-দ্পাল-বা (ওয়াইলি: mtshur ston nam mkha' dpal ba) নামক ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের তৃতীয় এবং শেস-রাব-দ্পাল-ব্র্ত্সেগ্স (ওয়াইলি: shes rab dpal brstegs) নামক চতুর্থ প্রধানের নিকট শিক্ষালাভ করেন। শিক্ষা শেষে তিনি ঐ বিহারের গ্লিং-স্মাদ (ওয়াইলি: gling smad) মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেন। ১৫০৭ খ্রিষ্টাব্দে তিনি ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের পঞ্চম প্রধানের দায়িত্ব গ্রহণ করেন ও এই পদে তিনি আট বছর থাকেন। এই সময় তিনি এই বিহারে একটি পঞ্চান্ন ফুট লম্বা তাম্রনির্মিত স্বর্ণ ও রত্নখচিত মৈত্রেয় মূর্তি নির্মাণ করান।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Chhosphel, Samten (এপ্রিল ২০১০)। "Kunga Pelwa"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-০৬।
পূর্বসূরী শেস-রাব-দ্পাল-ব্র্ত্সেগ্স |
কুন-দ্গা'-দ্পাল-বা ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের পঞ্চম প্রধান |
উত্তরসূরী কুন-দ্গা'-দ্পাল-ল্দান |