কুছ মিঠা হো যায়ে
কুছ মিঠা হো যায়ে ([Kuch Meetha Ho Jaye - Lets Have Something Sweet] ত্রুটি: {{Lang-xx}}: text has italic markup (সাহায্য)) এটি ২০০৫ সালের একটি বলিউড রোমান্টিক চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন সামার খান, এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র[১] এবং প্রযোজনা করেছেন কেতন মরু। ছবিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন এরশাদ ওয়ারসী, মাহিমা চৌধুরী ও পারভীন দাবাস এবং একটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন শাহরুখ খান। এটি ২০০৫ সালের ১৫ এপ্রিল মুক্তি লাভ করে।
কুছ মিঠা হো যায়ে | |
---|---|
পরিচালক | সামার খান |
প্রযোজক | কেতন মরু |
রচয়িতা | সামার খান রহিত মালহোত্রা |
শ্রেষ্ঠাংশে | এরশাদ ওয়ারসী মাহিমা চৌধুরী শাহরুখ খান |
সুরকার | হিমেশ রেশাম্মিয়া |
চিত্রগ্রাহক | সমীর আরিয়া |
সম্পাদক | উমেশ গুপ্ত |
পরিবেশক | ইরোস ল্যাবস |
মুক্তি | ১৫ এপ্রিল, ২০০৫ |
স্থিতিকাল | ১৬২ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- এরশাদ ওয়ারসী - ম্যানেজার এসআর খান
- মাহিমা চৌধুরী - ঘুলাব খান
- পারভীন দাবাস - সিদ্ধার্থ
- সন্ধ্যা মৃদুল - রচনা সিং
- দীপ্তি নাভাল -
- শাহরুখ খান স্বয়ং / নিজ (বিশেষ উপস্থিতি)
- রহিত রয় - পাইলট বিক্রম সিনহা
- শ্রাভান - রাহুল
- সচিন খেদেকার - সুনিয়েল ওয়াধয়া
- ইরাভাতি হার্শে - ভিভা ওয়াধয়া
- কান্বালজিত সিং - কোল. ভাবুস শমশের কাপুর (কান্বালজিত)
- জাস্পাল ভাট্টি - রাম সরান ডুবেই
- মৃনাল কুলকার্নি - চঞ্চল চুঘ
- আদিত্য লাখিয়া - টান্নি
- আশ্বিন মুশ্রান - বেন সিদেবত্তম
সংগীত
সম্পাদনাসাউন্ড ট্র্যাক
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Gupta, Pratim (২০০৫-০৫-৩০)। "'My film is the dinner and SRK the dessert'"। The Telegraph (Kolkata)। ২০১১-০৫-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৭-০৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে কুছ মিঠা হো যায়ে (ইংরেজি)