কিরিগেমি (切り紙) হল এক প্রকারের ওরিগামি (কাগজ ভাঁজ করার শিল্প) যেখানে কাগজ ভাঁজ করার বদলে কাগজ কেটে কোন কিছু তৈরি করা হয়। [১] এই শব্দটি জাপানি কিরু(=কাটা) এবং কেমি (=কাগজ) শব্দদ্বয় হতে এসেছে। এটি কিরি(切り絵) নামেও পরিচিত।

Business card hetkirigami

সাধারণত কিরিগেমিতে একটি প্রধান ভাঁজ থাকে এবং এর নকশাটি কাটার পর বিভিন্ন অংশ ভাঁজ করা হয়। প্রধান ভাঁজটি খুলে ধরলে একটি কিরিগেমি শিল্প ফুটে ওঠে। [২] সাধারণত কিরিগেমি প্রতিসম হয় যেমন শিশিরের নকশা, পেন্টাগ্রাম, অর্কিড ফুল প্রভৃতি।

কিরিগেমি এবং পপ আপ কার্ডের প্রধান পার্থক্য হল কিরিগেমিতে একটিমাত্র কাগজ কেটে কোন কিছু ফুটিয়ে তোলা হয়। অন্যদিকে পপ আপ কার্ডে অনেক টুকরা কাগজ আঠা দিয়ে জুড়ে দেয়া হতে পারে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৫ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৬ 
  2. http://www.origami-instructions.com/kirigami.html

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা