কিরণ সেন (জন্ম: ১২৯৮ (?) বঙ্গাব্দ - মৃত্যু: ৯ চৈত্র ১৩৭০ বঙ্গাব্দ) (ইংরেজি: Kiran Sen) একজন বিখ্যাত চক্ষু চিকিৎসক ।

তিনি বিদেশ থেকে এফ.আর.সি.এস উপাধি অর্জন করে চক্ষু চিকিৎসক হিসাবে কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজের সাথে যুক্ত ছিলেন । ১৯৫৭ খ্রিষ্টাব্দে মেডিকেল কলেজের ইম্যারিট্যাস্ প্রফেসর নিযুক্ত হয়েছিলেন । তার প্রচেষ্টাতেই চক্ষু সংক্রান্ত গবেষণাকেন্দ্র ইনস্টিটিউট অফ অফ‌্‌থ্যালমোলজি গঠিত হয়েছিল । তিনি এই বিভাগের প্রথম পরিচালক ছিলেন । [১]

তিনি ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ মেডিকেল সায়েন্সের ফেলো এবং চিত্তরঞ্জন সেবাসদনের সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন । [১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. সংসদ বাঙালি চরিতাভিধান - প্রথম খণ্ড - সাহিত্য সংসদ আইএসবিএন ৮১-৮৫৬২৬-৬৫-০