কিরণ মনরাল (জন্ম ১৯৭১) একজন ভারতীয় লেখক। তিনি মুম্বাইতে থাকেন, তিনি ২০১১ সালে তাঁর প্রথম উপন্যাস দ্য রিলাক্ট্যান্ট ডিটেকটিভ প্রকাশ করেন।[১] কারমিক কিডস (২০১৫) তাঁর প্রথম তথ্য ভিত্তিক সাহিত্য, এটি তাঁর নিজের অভিজ্ঞতার ভিত্তিতে অভিভাবকের ভূমিকা নিয়ে লেখা, সন্তান লালন-পালনে অভিভাবকের দায়িত্ব।[২] মনরাল হলেন ইণ্ডিয়া হেল্পের প্রতিষ্ঠাতা, এটি স্বেচ্ছাসেবকদের একটি নেটওয়ার্ক যারা দুর্যোগের সময় ক্ষতিগ্রস্তদের সাহায্য করে।[৩]

প্রাথমিক জীবন সম্পাদনা

কিরণ মনরাল ১৯৭১ সালের ২২শে জুন মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি মুম্বাইয়ের ডুরেলো কনভেন্ট হাই স্কুলে পড়াশোনা করেন এবং ১৯৯১ সালে মিঠিবাই কলেজ থেকে ইংরেজিতে স্নাতক হন।[৪][৫]

কর্মজীবন সম্পাদনা

বিজ্ঞাপনের কপিরাইটার হিসেবে কাজ করার পর, তিনি মুম্বাইয়ের ডিএসজে টিভিতে সংবাদ পরিষেবায় যোগ দেন এবং টাইমস অফ ইন্ডিয়াকসমোপলিটান ইণ্ডিয়া-র বৈশিষ্ট্য লেখক হিসেবে কাজ করেন। ২০০০ সালে, তিনি একজন মুক্ত (ফ্রিল্যান্স) সাংবাদিক হয়ে ওঠেন এবং ২০০৫ সাল থেকে একজন ব্লগলেখক হিসেবে "থার্টিসিক্সএণ্ডকাউন্টিং" এবং "কারমিকিডস" তৈরি করেন। তাদের দর্শকসংখ্যার ভিত্তিতে, দুটিই ভারতের সবচেয়ে জনপ্রিয় ব্লগ হিসেবে বিবেচিত হত।[৬] এরপর মাতৃত্বের জন্য আরও সময় দেওয়ার উদ্দেশ্যে তিনি সেগুলি বন্ধ করে দেন।[৭]

সাহিত্য সম্পাদনা

এরপরে কিরণ মনরাল লেখার দিকে মনোনিবেশ করেন এবং ২০১১ সালে দ্য রিলাক্ট্যান্ট ডিটেকটিভ প্রকাশ করেন। এটি সাধারণত ইতিবাচক পর্যালোচনা পেয়েছিল।[৮] এরপর ২০১৪ সালে তিনি লেখেন ওয়ানস আপন এ ক্রাশ। এটি অফিসে কাজ করা একটি তরুণীর অভিজ্ঞ রোম্যান্সের বর্ণনা, যে ক্রমাগত দুর্ভাগ্যের মধ্যে পড়ে।[৯] মনরাল তাঁর অল অ্যাবোর্ড (২০১৫) গল্পে, একটি ভূমধ্যসাগরীয় প্রমোদ তরীর পটভূমিকায় আরেকটি রোম্যান্সের গল্প নিয়ে আসেন।[১০]

একই বছর, কিরণ মনরাল তাঁর প্রথম তথ্য ভিত্তিক সাহিত্য, কারমিক কিডস প্রকাশ করেন, যেটি তাঁর দুরন্ত ছেলেকে লালন-পালনের অভিজ্ঞতার বর্ণনা, একেবারে সন্তানের জন্ম থেকে শুরু করে তার দশ বছর বয়স পর্যন্ত। জনৈক তাঁর এই বইটিকে শুধু মায়েদের জন্য নয় বরঞ্চ "সবার পড়ার জন্য" বলে অভিহিত করেছেন।[১১] হিমালয়ের পাদদেশের প্রেক্ষাপটে তৈরি তাঁর উপন্যাস, দ্য ফেস অ্যাট দ্য উইণ্ডো, "রহস্যময়, গোপন পরিচয়ের একটি গভীরভাবে চিন্তা করার গল্প" হিসাবে বর্ণনা করা হয়েছে।[১২]

তাঁর উপন্যাস, সেভিং মায়া, ইংল্যাণ্ডের আর্ট কাউন্সিল দ্বারা সমর্থিত ইউকে সাবোটিউর পুরস্কারের জন্য দীর্ঘ তালিকাভুক্ত ছিল।[১৩] তিনি ২০১৮ সালে একটি মনস্তাত্ত্বিক রোমাঞ্চকর গল্প মিসিং, প্রিজ্যুমড ডেড প্রকাশ করেন। টাইমস অফ ইন্ডিয়া লিখেছিল এটিকে "যাঁরা মানসিক অসুস্থতার সাথে লড়াইরত প্রিয়জনকে জানেন তাঁদের প্রত্যেককে অবশ্যই পড়তে হবে।"[১৪] ২০১৯ সালে, তিনি ১৩ স্টেপস টু ব্লাডি গুড প্যারেন্টিং প্রকাশ করেন, এটি তিনি লেখক অশ্বিন সাঙ্ঘীর সাথে সহ-লিখন করেছিলেন। তিনি ট্রু লাভ স্টোরিজ সিরিজ লিখেছেন। এছাড়া তিনি একটি অ্যাপ-ভিত্তিক পড়ার মঞ্চ এ বয়'জ গাইড টু গ্রোয়িং আপ ফর জুগারনট লিখেছেন।[১৫]

প্রকাশনা সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Kiran Manral Interview - Karmic Kids Book"। WriterStory। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৬ 
  2. "Book Review: Karmic Kids"The Times of India। ২৭ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৬ 
  3. "Kiran Manral"। One and a Half Minutes। ৪ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৬ 
  4. "Kiran Manral - Indian Author, Writer And Novelist"VIESTORIES (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৫-১১। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৮ 
  5. Labs, Kavishala (২০২৩-০১-১২)। "10 Young Authors of India – National Youth Day | Kav..."kavishala.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৮ 
  6. "People of India - Kiran Manral"। Memshahib in India। ১১ জুন ২০১৬। ৫ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৬ 
  7. "Kiran Manral"। iDIVA। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৬ 
  8. Datta, Unmana। "The Reluctant Detective"। Women's Web। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৬ 
  9. Chandarana, Nittal (১৪ মে ২০১৪)। "Book review: Once upon a Crush"। Verve। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৬ 
  10. "Book Review: All Aboard"The Times of India। ৮ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৬ 
  11. "Book review: Karmic Kids"The Times of India। ২৬ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৬ 
  12. "Book Review: Himalayan Gothic"The Times of India। ২২ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৬ 
  13. "Saboteur Awards 2018"Lounge Books (ইংরেজি ভাষায়)। ২০২১-০৯-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২১ 
  14. "Micro review: 'Missing Presumed Dead' explores the nuances of dealing with a family member battling mental illness - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-২১ 
  15. "Read free pdf books online by Kiran Manral on Juggernaut Books"www.juggernaut.in। ২০২০-০৮-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২১