কিডন্যাপার (২০১৩-এর চলচ্চিত্র)
২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র
কিডন্যাপার হলো ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় বাংলা চলচ্চিত্র। ছবিটি রচনা ও পরিচালনা করেছেন রূপক মজুমদার এবং প্রযোজনা করেছেন অর্ক বসু। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সমদর্শী দত্ত, রিধিমা ঘোষ, পরাণ বন্দ্যোপাধ্যায়।[১][২]
কিডন্যাপার | |
---|---|
পরিচালক | রূপক মজুমদার |
প্রযোজক | অর্ক বসু |
রচয়িতা | রূপক মজুমদার |
শ্রেষ্ঠাংশে | সমদর্শী দত্ত, রিধিমা ঘোষ, পরাণ বন্দ্যোপাধ্যায় |
সুরকার | রাজা নারায়ণ দেব |
চিত্রগ্রাহক | প্রেমেন্দু বিকাশ চাকি |
সম্পাদক | সুজয় দত্ত রায় |
মুক্তি | ২০১৩ |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
অভিনয়ে
সম্পাদনা- সমদর্শী দত্ত – বুবকা
- রিধিমা ঘোষ – কোয়েল
- পরাণ বন্দ্যোপাধ্যায় – বলুদা
- অপূর্ব রায় – পন্টাই
- সৌরভ চট্টোপাধ্যায় – কানাই
- সুমিত সমাদ্দার – পুলিশ অফিসার
- শান্তিলাল মুখোপাধ্যায় – তপুপ ভাই
- জিৎ সান্যাল – বিট্ট
- যুবরাজ বসু – রিক
- সৌম্যজিৎ দে – রাজা
- শালিনী – পিলু
সংগীত
সম্পাদনাসংগীত পরিচালনা করেছেন রাজা নারায়ণ দেব এবং কিডন্যাপ নিখোঁজ গানটি গেয়েছেন ঊষা উথুপ।
- কিডন্যাপ নিখোঁজ - ঊষা উথুপ
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Kidnapper Movie Review {2.5/5}: Critic Review of Kidnapper by Times of India"।
- ↑ "Kidnapper (2013) Cast - Actor, Actress, Director, Producer, Music Director"। Cinestaan। ২০২২-০৮-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৮।
বহিঃসংযোগ
সম্পাদনাইন্টারনেট মুভি ডেটাবেজে কিডন্যাপার (ইংরেজি)