কিউবা কোলা হল একটি কোলা-স্বাদযুক্ত কোমল পানীয় যা সুইডেনে উত্পাদিত হয়, স্যাটার্নাস এবি দ্বারা বোতলজাত করা হয়। ১৯৫৩ সালের গ্রীষ্মে সুইডেনে কোলা পানীয় বৈধ হওয়ার পরপরই এটি বাজারে চালু হয় এবং কোকা-কোলাকে তিন মাসের মধ্যেই পরাজিত করে ।[]

কিউবা কোলা
প্রকারকোমল পানীয়
বিপণনকারীভাসা ব্রিগারি, হেইনস ব্রুয়ারি, গুতস্তা কাল্লা এবং ক্রনলেইনস
উৎপত্তির দেশসুইডেন
প্রবর্তন১৯৫৩; ৭২ বছর আগে (1953)
স্বাদকোলা
সংশ্লিষ্ট পণ্যকোকা-কোলা

রেসিপিটি মালমোর স্যাটার্নাস এবি-এর মালিকানাধীন এবং এটি ভাসা ব্রাইগারি, হ্যামারস ব্রাইগারি, হেইনস ব্রাইগারি, গুটস্টা কাল্লা এবং ক্রোনলেইনসের লাইসেন্সে তৈরি করা হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Cuba Cola nostalgi" 
  2. "Cuba Cola bryggerier"। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৫ 
  • "Cuba Cola Nostalgi"cubacola.nu (সুইডিশ ভাষায়)। CubaCola। ৩ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা