কা মেইখার ঘর হচ্ছে তিলোত্তমা মিশ্র দ্বারা রচিত এক অসমীয়া উপন্যাস। বিংশ শতকের প্রথমার্ধের শিলং শহরের বিচিত্র সামাজিক-রাজনৈতিক জীবনের পটভূমিতে উপন্যাসটি রচিত হয়েছে। কা মেইখার ঘরের অসমীয়া প্রতিশব্দ হল আইতার ঘর।[১] স্টুডেন্টস স্টোর্স প্রকাশ করা উপন্যাসটির ২০১৩ সালে প্রথম এবং ২০১৪ সালে দ্বিতীয় সংস্করণ প্রকাশ পায়।

কা মেইখার ঘর
লেখকতিলোত্তমা মিশ্র
প্রচ্ছদ শিল্পীবিষ্ণু তামুলী
দেশ IND
ভাষাঅসমীয়া
ধরনসামাজিক উপন্যাস, কল্পকাহিনী
প্রকাশকস্টুডেন্টস স্টোর্স
প্রকাশনার তারিখ
২০১৩
মিডিয়া ধরনমুদ্রণ (পকাবন্ধা)
পৃষ্ঠাসংখ্যা১৯৮
আইএসবিএন৯৭৮-৮১-৭৬৬৫-৫০০-২

লেখকর পরিচয় সম্পাদনা

তিলোত্তমা মিশ্র ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের ইংরাজী বিভাগের প্রাক্তন অধ্যাপক। তিনি অসমীয়া এবং ইংরাজী উভয় ভাষাতে গ্রন্থ রচনা করেছেন। তাঁর রচনা করা অসমীয়া গ্রন্থসমূহ হচ্ছে স্বর্ণলতা (১৯৯১), লৌহিত্য সিন্ধু (১৯৯৭); ইংরাজী গ্রন্থ হচ্ছে Literature and Society in Assam : A Study of the Assamese Renaissance 1826-1926 (১৯৮৭); অনুবাদিত ইংরাজী গ্রন্থ হল Ramnabami Natak: The Story of Ram and Nabami (২০০৭); সম্পাদিত গ্রন্থ হল The Oxford Anthology of Writings from North-East India, vol I and II (২০১১)।

সমালোচনা সম্পাদনা

সাহিত্য ডট অর্গের ২০১৪ সালের নভেম্বর সংখ্যায় সমুদ্র কাজল শইকীয়া লিখেছেন "প্রায় তিনটি প্রজন্মের কাহিনী নিয়ে এটি এক মহাকাব্যিক বা এপিক গুণ গ্রহণ করেছে, কিন্তু কথন ভঙ্গী যথেষ্ট খরতর। কিছু পুংখানুপুংখ ডিটেইলের ব্যবহার এবং সেগুলির ঐতিহাসিক সত্যতা সাব্যস্ত করতে পারা তথ্যাবলীও যেমন আশ্চর্য অনুভব করা, তেমনভাবে মুগ্ধ হয়ে থাকা সেগুলির সাবলীল উপন্যাসোপম অভিব্যক্তি। বোধকরি এই তথ্য এবং মানবীয় আবেদনের সুষম সামঞ্জস্য তিলোত্তমা মিশ্রর অন্যতম কৃতিত্ব।"[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. মুখপত্রের চতুর্থ পৃষ্ঠা, কা মেইখার ঘর। স্টুডেন্টস স্টোর্স। ২০১৪। 
  2. "কা মেইখার ঘর এবং ঘরর দার্শনিক মর্ম (সমুদ্র কাজল শইকীয়া)"। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]