কাহার-৩১৩

ইরানি অশনাক্তযোগ্য যুদ্ধবিমান কর্মসূচী

কাহার-৩১৩ (ফার্সি: قاهر-۳۱۳; ঘাহার-৩১৩) যার অর্থ বিজয়ী[১] ইরানের তৈরি ধূসর বর্ণের যুদ্ধবিমান। মাহমুদ আহমাদিনেজাদ দাবি করেছেন, এটি বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমান।[২]

কাহার-৩১৩
ভূমিকা স্টেল্থ
উৎস দেশ ইরান
প্রবর্তন ১ ফেব্রুয়ারি ২০১৩
অবস্থা সংস্কারাধিন

বৈশিষ্ট্য সম্পাদনা

যুদ্ধবিমান রাডার ফাঁকি দিতে সক্ষম বলে দাবি করেছে ইরানের কর্মকর্তারা। তাছাড়া বিমানটি যুদ্ধের সময় শত্রুপক্ষের বিমান চিহ্নিত করতে এবং ভূমিতে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। যুদ্ধবিমানটি অস্ত্র ও গোলাবারুদসহ যুদ্ধ সরঞ্জামবহন করতে সক্ষম।[১][৩]

আকা সম্পাদনা

যুদ্ধবিমানটি দেখতে ইস্পাতের মতো ধূসর বর্ণের। বিমানটি ‘উন্নত উপাদান’ দিয়ে তৈরি করা হয়েছে এবং এতে খুবই নিম্নমাত্রার ‘রাডার সিগনেচার’ রয়েছ।[৪]

সন্দেহ সম্পাদনা

ইরানের বিমানবাহিনীর কয়েক ডজন রুশ ও মার্কিন মডেলের যুদ্ধবিমান আছে। এই যুদ্ধবিমানগুলো ১৯৭৯ সালের বিপ্লবের আগে সংগ্রহ করেছিল ইরান। এরপর দেশটির ওপর একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি হয়। এ কারণে ইরানের সামরিক খাতের তেমন অগ্রগতি হয়নি। তাই তাদের তৈরি এই যুদ্ধবিমানটি মান নিয়ে সন্দেহ রয়েছে।[২][৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. রাডার ফাঁকি দিতে সক্ষম ইরানের যুদ্ধবিমান[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ],বিজয় নিউজ ২৪ ডটকম। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ০২-০২-২০১৩ খ্রিস্টাব্দ।
  2. ইরানের নতুন যুদ্ধবিমান ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-১২-১০ তারিখে,অনলাইন ডেস্ক, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ০২-০২-২০১৩ খ্রিস্টাব্দ।
  3. ইরানের নতুন যুদ্ধবিমান কাহের-313,ইনডিপেনডেনট। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ০৩-০২-২০১৩ খ্রিস্টাব্দ।
  4. রাডার ফাঁকি দিতে সক্ষম যুদ্ধবিমান বানাল ইরান ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-১০-০৪ তারিখে,বিবিসি, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ০৪-০২-২০১৩ খ্রিস্টাব্দ।

বহিঃসংযোগ সম্পাদনা