কারা অধিদপ্তর
কারাগার বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর। এটি রাজধানী ঢাকায় অবস্থিত। সরকারি এই অধিদপ্তরটি বাংলাদেশের কারাগার নিরাপত্তা ও পরিচালনায় বিশেষভাবে নিযুক্ত ও বর্তমান অবধি কাজ করে যাচ্ছে। এটি বাংলাদেশ জেল-এর আওতাভুক্ত একটি বিভাগ। এর তত্ত্বাবধানে আছেন কারাগার কারা মহাপরিদর্শক (আইজি, প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।[১]
![]() কারা কর্তৃপক্ষ লোগো | |
গঠিত | ১৯৭৩ |
---|---|
ধরন | সরকারি |
আইনি অবস্থা | চালু |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
কারা মহাপরিদর্শক | ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন |
ওয়েবসাইট | prison |
ইতিহাস
সম্পাদনাকারাগার অধিদপ্তর সদর দপ্তর পুরাতন ঢাকার চকবাজার এলাকায় (পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন) অবস্থিত। ১৯৭৭ সালের নভেম্বর মাস থেকেই এই অধিদপ্তর সশস্ত্র বাহিনীর অফিসারদের দ্বারা পরিচালিত হয়ে আসছে। তবে ১৯৮০ সালে রাষ্ট্রপতি আবদুস সাত্তার-এর সময় তা রাষ্ট্রপতি কর্তৃক পরিচালিত হয়েছিল।
২০২৪ সালে লোগো পরিবর্তন করে নতুন লোগোতে নৌকা প্রতীক বাদ দিয়ে সেই স্থানে চাবি ও ব্যাটনের (লাঠি) চিহ্ন যুক্ত করা হয়।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মামুনকে সরিয়ে আনিসুলকে নতুন কারা মহাপরিদর্শক নিয়োগ"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২১-১০-০২।
- ↑ "নৌকা বাদ দিয়ে কারা অধিদপ্তরের নতুন লোগো"। Barta24 (ইংরেজি ভাষায়)। ২০২৫-০২-০২। সংগ্রহের তারিখ ২০২৫-০২-০২।