কারা অধিদপ্তর

(কারাগার বিভাগ থেকে পুনর্নির্দেশিত)

কারাগার বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর। এটি রাজধানী ঢাকায় অবস্থিত। সরকারি এই অধিদপ্তরটি বাংলাদেশের জেলখানা নিরাপত্তা ও পরিচালনায় বিশেষভাবে নিযুক্ত ও বর্তমান অবধি কাজ করে যাচ্ছে। এটি বাংলাদেশ জেল-এর আওতাভুক্ত একটি বিভাগ। এর তত্ত্বাবধানে আছেন কারাগার কারা মহাপরিদর্শক (আইজি, প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক।[১]

কারা অধিদপ্তর
কারা কর্তৃপক্ষ লোগো
গঠিত১৯৭৩
ধরনসরকারি
আইনি অবস্থাচালু
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
কারা মহাপরিদর্শক
ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হক
ওয়েবসাইটprison.portal.gov.bd

ইতিহাস সম্পাদনা

কারাগার অধিদপ্তর সদর দপ্তর ঢাকা কেন্দ্রীয় কারাগার এ অবস্থিত। ১৯৭৭ সালের নভেম্বর মাস থেকেই এই অধিদপ্তর সশস্ত্র বাহিনীর অফিসারদের দ্বারা পরিচালিত হয়ে আসছে। তবে ১৯৮০ সালে রাষ্ট্রপতি আবদুস সাত্তার-এর সময় তা রাষ্ট্রপতি কর্তৃক পরিচালিত হয়েছিল।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "মামুনকে সরিয়ে আনিসুলকে নতুন কারা মহাপরিদর্শক নিয়োগ"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২১-১০-০২