কারজাকান (আরবি: كرزكان) বাহরাইনের একটি গ্রাম। এটি বাহরাইন দ্বীপের পশ্চিম উপকূলে অবস্থিত। সপ্তদশ শতাব্দীর ধর্মতত্ত্ববিদ সালিহ আল-কারজাকানি এই গ্রামের বাসিন্দা ছিলেন।[১]

কারজাকান
كرزكان
গ্রাম
কারজাকান বাহরাইন-এ অবস্থিত
কারজাকান
কারজাকান
স্থানাঙ্ক: ২৬°৬′৫০″ উত্তর ৫০°২৮′৫৪″ পূর্ব / ২৬.১১৩৮৯° উত্তর ৫০.৪৮১৬৭° পূর্ব / 26.11389; 50.48167
দেশবাহরাইন
গভর্নরেটউত্তর গভর্নরেট
ওয়েবসাইটhttp://www.karzakan.info

২০০১ সালের আদমশুমারি অনুযায়ী, এখানে ১৩,৬৫৮ জন বাসিন্দা বাস করত।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Woodhouse, Barbara Bennett (২০২০-০১-২১)। A Tale of Two Villages। NYU Press। পৃষ্ঠা ৪১–৭৩।