কারকিন জেলা

আফগানিস্তানের জেলা

কারকিন জেলা আফগানিস্তানের জওজান প্রদেশের উত্তর অঞ্চলের ছোট একটি জেলা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির সীমানা; উত্তরে তুর্কমেনিস্তানের আমু দারিয়া নদী, পশ্চিমে খামাইব জেলা, দক্ষিণে মিনগাজিক ও মার্দিয়ান জেলা এবং পূর্বে বাল্‌খ প্রদেশ। ২০০৬ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ২১,৪০০ জন এর মত। জেলাটির কেন্দ্রীয় শহরের নাম হচ্ছে কারকিন, যেটি আমু দরিয়া নদীর তীরে অবস্থিত।

বহিঃসংযোগ সম্পাদনা