কামালপুর হল্ট রেলওয়ে স্টেশন

ভারতের বিহারের রেলওয়ে স্টেশন

কামালপুর হল্ট রেলওয়ে স্টেশন হল উত্তর- পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের কাটিহার রেলওয়ে বিভাগের হাওড়া-নতুন জলপাইগুড়ি লাইনের একটি রেলওয়ে স্টেশন। এটি ভারতের বিহার রাজ্যের কাটিহার জেলার কামালপুরে অবস্থিত। কামালপুর হল্ট রেলওয়ে স্টেশনে ৬টি যাত্রীবাহী ট্রেন থামে।

কামালপুর হল্ট রেলওয়ে স্টেশন
ভারতীয় রেল স্টেশন
অবস্থানকামালপুর কাটিহার জেলা বিহার
ভারত
স্থানাঙ্ক২৫°৩১′০৬″ উত্তর ৮৭°৫০′১৫″ পূর্ব / ২৫.৫১৮৩১২° উত্তর ৮৭.৮৩৭৪৬২° পূর্ব / 25.518312; 87.837462
উচ্চতা৩৩ মি (১০৮ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতউত্তর-পূর্ব সীমান্ত রেল
লাইনহাওড়া–নিউ জলপাইগুড়ি লাইন
প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনআদর্শ
পার্কিংনা
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
স্টেশন কোডKMPH
অঞ্চল উত্তর-পূর্ব সীমান্ত রেল
বিভাগ কাটিহার রেলওয়ে বিভাগ
ইতিহাস
বৈদ্যুতীকরণআছে
আগের নামইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি
অবস্থান
মানচিত্র

তথ্যসূত্র

সম্পাদনা