কানমরচে (প্রজাপতি)
কানমরচে[১] (বৈজ্ঞানিক নাম: Ariadne ariadne (Linnaeus)) এক প্রজাতির মাঝারি আকারের প্রজাপতি যার শরীর ও ডানা মরচে রঙা, আর ডানায় গাঢ় মরচে অথবা কালো রঙের আজিকাটা। এরা ‘নিমফ্যালিডি’ গোত্রের সদস্য।
কানমরচে Angled Castor | |
---|---|
ডানা বন্ধ অবস্থায় | |
ডানা খোলা অবস্থায় | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণীজগৎ |
পর্ব: | সন্ধিপদী |
শ্রেণী: | পতঙ্গ |
বর্গ: | লেপিডোপ্টেরা |
পরিবার: | Nymphalidae |
গণ: | Ariadne |
প্রজাতি: | A. ariadne |
দ্বিপদী নাম | |
Ariadne ariadne (লিনিয়াস, ১৭৬৩) | |
প্রতিশব্দ | |
Ergolis ariadne |
আকার
সম্পাদনাকানমরচে এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৪৫-৬০ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[২]
বিস্তার
সম্পাদনাকানমরচে উত্তর-পশ্চিম এর মরু অঞ্চল ছাড়া প্রায় সমগ্র ভারতেই পাওয়া যায়। এছাড়া শ্রীলঙ্কা নেপাল মায়ানমার মালয়েশিয়া তেও এদের পাওয়া যায়।
বর্ণনা
সম্পাদনাএদের ওপর-পিঠে মরচে রঙের ওপর কালচে-বাদামি আঁকাবাঁকা রেখার সারি। ডানার সীমারেখা ঢেউ-কাটা। সামনের ডানায় এই ঢেউগুলোর মধ্যে দুটো বেশ প্রকট। সামনের ডানার সন্মুখপ্রান্তে একটা সাদা ফোঁটা দেখা যায়।
আচরণ
সম্পাদনাএরা মাটির কাছাকাছি গাছের পাতায় বসে থাকে। কানমরচের ওড়ার ভঙ্গি বেশ লক্ষনীয়। এরা ধীর গতিতে উড়তে থাকে এবং অনেকক্ষণ ডানা না নাড়িয়ে হাওয়ায় ভাসতে থাকে, মাঝেমাঝে একটা দুটো ঝাঁকি দিয়ে ওড়া অব্যাহত রাখে। এরা মাটির কাছাকাছি উড়তে থাকে। বেশিরভাগ সময় গাছের পাতার উপর ডানা মেলে রৌদ্র পোহাতে দেখা যায়। তবে অনেকসময় পাতার নিচে ডানা মুড়ে বিশ্রাম নেয়। মাঝে মধ্যে এদের ভিজে মাটিতে এবং পচা ফল এর রস পান করতে দেখা যায়।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ A Pictorial Guide Butterflies of Gorumara National Park (2013 সংস্করণ)। Department of Forests Government of West Bengal। পৃষ্ঠা 247।
- ↑ Kunte, Krushnamegh (২০১৩)। Butterflies of The Garo Hills। Dehradun: Samrakshan Trust, Titli Trust and Indian Foundation of Butterflies।
- ↑ বসু রায়, অর্জন; বৈদ্য, সারিকা; রায়, লিপিকা। সুন্দরবনের কিছু পরিচিত প্রজাপতি (মার্চ ২০১৪ সংস্করণ)। সুন্দরবন জীবপরিমণ্ডল,Department of Forest Government of West Bengal। পৃষ্ঠা ৯৩।