কাদ্রিওর্গ স্টেডিয়াম

এস্তোনিয়ার তাল্লিনে অবস্থিত স্টেডিয়াম

কাদ্রিওর্গ স্টেডিয়াম (এস্তোনীয়: কাদ্রিওরু স্তাদিওন) হচ্ছে এস্তোনিয়ার তাল্লিনের একটি বহুমুখী স্টেডিয়াম। এটি বর্তমানে প্রধানত ফুটবল ম্যাচের জন্য এবং এফসিআই লেভাদিয়া তাল্লিনের নিজস্ব স্টেডিয়াম হিসেবে ব্যবহৃত হয়। এই স্টেডিয়ামটির ধারণক্ষমতা ৫,০০০[৩] এবং ১৯২৬ সালে এটির নির্মাণ করা শেষ হয়েছিল। কাদ্রিওর্গ স্টেডিয়ামটি কাদ্রিওর্গ প্রাসাদের নিকটে কাদ্রিওর্গ শহরের প্রায় ২ কিলোমিটার পূর্বে অবস্থিত। এই স্টেডিয়ামের ঠিকানা হচ্ছে রোহেলাইন এএএস ২৩, ১০১৫০ তাল্লিন।

কাদ্রিওর্গ স্টেডিয়াম
মানচিত্র
প্রাক্তন নামদুনামো স্তাদিওন
অবস্থানতাল্লিন, এস্তোনিয়া
ধারণক্ষমতা৫,০০০
আয়তন১০৩×৬৬ মিটার[২]
উপরিভাগঘাস
নির্মাণ
কপর্দকহীন মাঠ১৯২৪
উদ্বোধন১৩ জুন ১৯২৬[১]
পুনঃসংস্কার১৯৯৯–২০০০
স্থপতিকার্ল বারম্যান, রেনার
ভাড়াটে
এফসিআই লেভাদিয়া তাল্লিন (মেইস্ত্রিলিগা)

২০০১ সালের পূর্বে যখন এ. এল লে কক এরিনা তৈরি করা হয়েছিল তখন কাদ্রিওর্গ এস্তোনিয়া জাতীয় ফুটবল দলের নিজস্ব স্টেডিয়াম হিসেবে ব্যবহৃত হতো।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা