কাতারের ফুটবল স্টেডিয়ামের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

নীচে কাতারের বহু উদ্দেশ্যমূলক স্টেডিয়ামসমূহের একটি তালিকা দেওয়া হয়েছে যেগুলো মূলত ফুটবল খেলার জন্য ব্যবহৃত হয়।

ওনাইযা স্ট্রিট
নাম স্থান স্বাগতিক দল ধারণক্ষমতা নির্মানের বছর
খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম দোহা কাতার জাতীয় ফুটবল দল ৪৮,০০০ ১৯৭৫
আহমেদ বিন আলী স্টেডিয়াম[১] Al Rayyan Al-Rayyan ২১,২৮২ (৪৪,৭৪০ অস্থায়ী) ২০০৩
থানি বিন জসিম স্টেডিয়াম[২] আল ঘারাফা জেলা, আল রাইয়ান আল-ঘারাফা ২১,১৭৫ ২০০৩
এস্পায়ার ইনডোর স্টেডিয়াম দোহা ১৫,৫০০ বিভিন্ন হলে ২০০৫
সুহিম বিন হামাদ স্টেডিয়াম[৩] দোহা কাতার এসসি ১৫,০০০
গ্র্যান্ড হামাদ স্টেডিয়াম[৪] দোহা Al-Arabi, Umm Salal ১৩,০০০
জসিম বিন হামাদ স্টেডিয়াম[৫] দোহা আল-সাদ ১২,৯৪৬ মূলত ১৯৭৫ সালে নির্মিত;
২০০৪ সালে পুনর্নির্মিত
আল-খোর এসসি স্টেডিয়াম[৬] আল খোর শহর আল-খোর, আল-খারাইতিয়াত 12,০০০
হামাদ বিন খলিফা স্টেডিয়াম[৭] দোহা আল-আহলি ১২,০০০
সৌদ বিন আবদুল রহমান স্টেডিয়াম আল ওয়াকরাহ আল-ওয়াকরাহ ১২,০০০
আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়াম[৮] দুহাইল জেলা, দোহা আল-দুহাইল ৯,০০০ ২০১৩
কাতার বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম দোহা ৭,০০০
আল-শামাল এসসি স্টেডিয়াম মদিনাত আশ শামাল আল-শামাল ৫,০০০ ২০১১
দোহার স্পোর্টস স্টেডিয়াম দোহা ২,০০০ ১৯৬২
আল-সাইলিয়া স্টেডিয়াম দোহা আল-সাইলিয়া ১,০৭৪ 2012
আল-মারখিয়া স্টেডিয়াম দোহা আল-মারখিয়া ৩০০

ভবিষ্যতের স্টেডিয়ামসমূহ সম্পাদনা

নাম স্থান স্বাগতিক দল ধারণক্ষমতা নির্মানের সময় আসনবিন্যাস নির্মানের বছর
লুসাইল আইকনিক স্টেডিয়াম লুসাইল কাতার জাতীয় ফুটবল দল ৮০,০০০ ৪০,০০০
এডুকেশন সিটি স্টেডিয়াম দোহা ৪৫,৩৫০ ২৫,০০০
আল-বাইত স্টেডিয়াম আল খোর আল-খোর ৬০,০০০ ৩২,০০০
আল ওয়াকরাহ স্টেডিয়াম (planned) আল ওয়াকরাহ আল-ওয়াকরাহ ৪৫,১২০ ২০,০০০
দোহা বন্দর স্টেডিয়াম দোহা ৪৪,৯৫০ অস্থায়ী ভেন্যু
আল থুমামা স্টেডিয়াম দোহা ৪০,০০০ অস্থায়ী ভেন্যু

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Al Rayyan Club"। Qatar Football Association। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৮ 
  2. "Al Gharafa Club"। Qatar Football Association। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৮ 
  3. "Qatar SC Club"। Qatar Football Association। ২৮ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৮ 
  4. "Al Arabi Club"। Qatar Football Association। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৮ 
  5. "Al Sadd Club"। Qatar Football Association। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৮ 
  6. "Al Khor Club"। Qatar Football Association। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৮ 
  7. "Al Ahli Club"। Qatar Football Association। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৮ 
  8. "Duhail Club"। Qatar Football Association। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৮