কাটুরা মারি (জন্মঃ ৩ ডিসেম্বর,১৯৮৯)[১] ভানুয়াটু'র একজন মহিলা মল্লক্রীড়াবিদ, যিনি ১০০ মিটার দৌড়ে পারদর্শী। তিনি ২০০৪ সালে এথেন্সে আয়োজিত গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে ভানুয়াটু'র প্রতিযোগী ছিলেন।

কাটুরা মারি
ব্যক্তিগত তথ্য
জন্ম (1989-12-03) ৩ ডিসেম্বর ১৯৮৯ (বয়স ৩৪)
উচ্চতা১.৬ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি)
ওজন৫৩ কেজি (১১৭ পা)
ক্রীড়া
দেশ ভানুয়াটু
ক্রীড়ামল্লক্রীড়া
বিভাগ১০০ মিটার

অলিম্পিক পরিসংখ্যান সম্পাদনা

কাটুরা মারি ১৪ বছর ২৬১ দিন বয়সে ২০০৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে ভানুয়াটু'র হয়ে মল্লক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। তিনি ছিলেন এই আসরের মল্লক্রীড়ায় অংশগ্রহণকারী সর্বকনিষ্ঠ প্রতিযোগী।[২] তিনি ১০০ মিটার দৌড় বাছাই প্রতিযোগিতায় ১৩.৪৯ সেকেন্ড সময় নিয়ে সবার শেষে দৌড় সমাপ্ত করেছিলেন।[৩] তিনি অলিম্পিক আসরে অংশগ্রহণ নিয়ে উচ্ছাসিত ছিলেন। তার ভাষ্যেমতে প্রতিযোগিতায় অংশ নেওয়া, স্বর্ণপদক জয়ের মতই বিস্ময়কর ছিল।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Katura Marae" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১১-০৭-২১ তারিখে, L'Equipe
  2. "Athletics at the 2004 Athina Summer Games"। Sports-Reference.com। ১৭ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১০ 
  3. "Day 7 Athletics Schedule & Results" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ জুলাই ২০১১ তারিখে, Sydney Morning Herald
  4. "Beaten, But Not Defeated" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ আগস্ট ২০১৩ তারিখে, Time, August 20, 2004