কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসা

কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার একটি উল্লেখযোগ্য আলিয়া মাদ্রাসা। মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের নিয়ন্ত্রাধীন এমপিও ভুক্ত আলিম মাদ্রাসা। মাদ্রাসাটি ১৯৬২ সালে মাওলানা নুরুল আমিন প্রতিষ্ঠা করেন। মাদ্রাসাটির দাখিল ও আলিম স্তর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে রয়েছে। এই মাদ্রাসার ইআইআইএন নাম্বার হলো ১০৫০৩৯ এবং এমপিও নাম্বার হলো ২২০০৬২২০১।[১] মাদ্রাসাটিতে ইসলামি শিক্ষার সমন্বয়ে পাঠদান করা হয়।একইসাথে সরকারী এমপিও ভুক্ত এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রম চালু আছে।মাদ্রাসার বর্তমান অধ্যক্ষের নাম মাওলানা আবদুল মান্নান শামশী।[২]

কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসা
ধরনএমপিও ভুক্ত
স্থাপিত১৯৬২
প্রতিষ্ঠাতামাওলানা নুরুল আমিন
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
অধ্যক্ষমাওলানা আবদুল মান্নান শামশী
উচ্চ মাধ্যমিক অন্তর্ভুক্তিবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
শিক্ষার্থীআনু. ৪৫০
ঠিকানা
কাঞ্চনা
, , ,
শিক্ষাঙ্গনশহুরে
EIIN সংখ্যা১০৫০৩৯
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টন
এমপিও সংখ্যা২২০০৬২২০১
ওয়েবসাইটhttps://locator.eduportalbd.com/institutes/?ins=105039

ফলাফল ও কৃতিত্ব

সম্পাদনা

মাদরাসার ছাত্র-ছাত্রীদের প্রতিভা বিভিন্নমুখী এবং গৌরবোজ্জ্বল। প্রতি বছর অত্র মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য ঈর্ষণীয়। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সুদক্ষ পরিচালনায় অতীতের ভালো ফলাফলের ধারাবাহিকতার ন্যায় বেশ কয়েকবার দাখিল ও আলিম পরীক্ষার ফলাফলে উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে।[৩]


তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা"সহপাঠী ওয়েবসাইট। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৬ 
  2. "কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও শাহপারওয়াল ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন"chatgarsangbad.net। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৬ 
  3. "দাখিল ফলাফল: কাঞ্চনা আনওয়ারুল উলুম মাদ্রাসা সাতকানিয়ায় শীর্ষ"dainikbayanno.com