কাজুও আজুমা (১৪ আগস্ট ১৯৩১ - ২৮ জুলাই ২০১১)[১] হলেন জাপানের একজন প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক। তিনি বাংলা একাডেমির একজন “সন্মানিত ফেলো” ছিলেন।[২]

কাজুও আজুমা
জন্ম১৪ আগস্ট ১৯৩১
মৃত্যু২৮ জুলাই ২০১১
নাগরিকত্ব জাপান
পরিচিতির কারণশিক্ষকতা ও সাহিত্যিক
পুরস্কাররবীন্দ্র পুরস্কার (২০০৭)

জন্ম ও পারিবারিক পরিচিতি সম্পাদনা

কাজুও আজুমা ১৯৩১ সালের ১৪ আগস্ট জাপানের টোকিও শহরে জন্মগ্রহণ করেন।[১]

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

২০০০ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘‘দেশিকোত্তম’’ সম্মাননা, ২০০৭ সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ‘‘রবীন্দ্র পুরস্কার’’ এবং জাপান সরকার ‘‘কোক্কা কুনশোও’’ সম্মানান প্রদান করেন তাকে।[৩] রবীন্দ্র গবেষণা এবং সাহিত্যক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য বাংলা একাডেমি কর্তৃপক্ষ ২০১০ সালে[৪] তাকে “সম্মানসূচক ফেলোশিপ” প্রদান করে।[২]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "চলে গেলেন রবীন্দ্র গবেষক কাজুও আজুমা"বাংলানিউজটোয়েন্টিফোর.কম অনলাইন। ২৯ জুলাই ২০১১। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৭ 
  2. "বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ"। বাংলা একাডেমি। ৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৭ 
  3. "বাঙালির বন্ধু কাজুও আজুমা"দৈনিক প্রথম আলো অনলাইন। ৩ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৭ 
  4. "রবীন্দ্র অনুরাগী কাজুও আজুমা"দৈনিক বাংলাদেশ প্রতিদিন অনলাইন। ৭ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৭