কাজলা রুলকি

লাইসিনিডি পরিবারের প্রজাপতি

কাজলা রুলকি(বৈজ্ঞানিক নাম: Shijimia moorei (Leech])) 'লাইসিনিডি' গোত্রের এবং 'পলিয়োম্যাটিনি' উপগোত্রের অন্তর্ভুক্ত ছোট আকার বিশিষ্ট প্রজাতি। অনেক ভারতীয় গ্রন্থে এই প্রজাতিকে মুরস কিউপিড নামেও উল্লেখ কর হয়েছে।[১] বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুসারে এই প্রজাতি তফ্‌সিল ১ এর তালিকার অন্তর্ভুক্ত।

বাইকালার কিউপিড
Bicolor Cupid
ডানা বন্ধ অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণীজগৎ
পর্ব: সন্ধিপদী
শ্রেণী: পতঙ্গ
বর্গ: লেপিডোপ্টেরা
পরিবার: Lycaenidae
গণ: Shijimia
প্রজাতি: S. moorei
দ্বিপদী নাম
Shijimia moorei

আকার সম্পাদনা

কাজলা রুলকি এর প্রসারিত অবস্থায় ডানার আকার ২০-২৩ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[১]

উপপ্রজাতি সম্পাদনা

কাজলা রুলকি এর প্রজাতিগুলো হলো:

  • S. m. moorei Leech, 1889
  • S. m. taiwana Matsumura, 1919

ভারতে প্রাপ্ত কাজলা রুলকি এর উপপ্রজাতি সম্পাদনা

ভারতে সাধারণত কাজলা রুলকি এর যে উপপ্রজাতি দেখা যায় তা হল:[২]

  • Shijimia moorei moorei (Leech, 1889) – Chinese Bicolor Cupid

তথ্যসূত্র সম্পাদনা

  1. Isaac, Kehimkar (২০১৬)। BHNS Field Guides Butterflies of India। Mumbai: Bombay Natural History Society। পৃষ্ঠা ২৫৭। আইএসবিএন 9789384678012 
  2. "Shijimia moorei (Leech, 1889) – Bicolor Cupid"Butterflies of India। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২১