কাঁধ ঝাঁকানো
কাঁধ ঝাঁকানো হল দুই কাঁধ ঝাঁকানোর মাধ্যমে করা এক ধরনের অঙ্গভঙ্গি। এর মধ্য দিয়ে কোনো বিষয়ে অনাসক্তি প্রকাশিত হয়, অথবা কোনো প্রশ্নের উত্তর জানা নেই এমন অনুভূতি প্রকাশিত হয়।[১] কাঁধ ঝাঁকানো এক ধরনের প্রতীক, যা কিছু সংস্কৃতির শব্দভাণ্ডারকে একত্রিত করে; যেন শব্দের পরিবর্তে এই অঙ্গভঙ্গি ব্যবহার করা যায়।[২] কোনো প্রশ্ন উপেক্ষা করার সময়ও এটি ব্যবহার করা যেতে পারে। ভ্রু উঁচু করা, মুখ বাঁকানো, কিংবা চমকিত ভ্রু, এবং হাত উঁচু করা ইত্যাদি কাঁধ ঝাঁকানোর সাথে যুক্ত হতে পারে। পাশ্চাত্য সংস্কৃতিতে এটা খুবই সাধারণ — "আমি জানি না" বলার বদলে কেউ হয়তো এভাবে কাঁধ ঝাঁকুনি দিতে পারে।[৩] ইংরেজিভাষী জগতে এর সাথে তিন অক্ষরের বাক্য "আমি জানিনা" কথাটি জোরে বা বিড়বিড় করে বলা যায়, যেখানে শব্দগুলো উচ্চারিত হয় এরূপে: জোরে-ধীরে-জোরে।
কাঁধ ঝাঁকানো টুরেট সংলক্ষণের অন্যতম লক্ষণ।[৪]
ইমোজি
সম্পাদনাকাঁধ ঝাঁকানো অঙ্গভঙ্গির একটি ইউনিকোড ইমোজি আছে U+1F937 🤷 shrug হিসেবে।[৫]
কাঁধ ঝাঁকানোর ইমোটিকন ইউনিকোড অক্ষর দ্বারা তৈরি, যা লেখা হয় এভাবে: ¯\_(ツ)_/¯।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Shrug | Define Shrug at Dictionary.com"। Dictionary.reference.com। সংগ্রহের তারিখ ২০১১-১২-২০।
- ↑ EKMAN, Paul. Telling Lies, p.101
- ↑ "Shrug Emoji"। ১৯ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২০।
- ↑ "Anxiety/panic disorder most frequent disabling comorbid disorder in Tourette syndrome patients, study finds"। ২০১০-০৬-১৯।
- ↑ "Shrug Emoji"। Emojipedia। সংগ্রহের তারিখ ২০১৬-০১-১৭।