কাঁচা আমের সরবত হচ্ছে কাঁচা আম দিয়ে তৈরী এক ধরনের পানীয় যা বাংলাদেশ, ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে জনপ্রিয়।

কাাঁচা আমের সরবত
প্রকারপানীয়
অন্যান্য তথ্যপাকা আমের সরবত

কাঁচা আম, চিনি, কাঁচা মরিচ, লবণ, বীট লবণ, পানি, বরফ। তবে স্বাদে বৈচিত্র্য আনতে লেবু রস, গোল মরিচের গুড়ো ইত্যাদি ব্যবহার করা যেতে পারে।

প্রণালী

সম্পাদনা

সবকিছুকে একটি ব্লেন্ডারে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে তারপর পানি মিশিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা পরিবেশন করতে হবে।[১]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ডেস্ক, লাইফস্টাইল (১০ মে ২০২১)। "কাঁচা আমের শরবত"Prothomalo