কা'ব ইবনে লুয়াই

(কা'য়াব ইবনে লু'আহ থেকে পুনর্নির্দেশিত)

কা'ব ইবনে লুয়াই (আরবি: كَعْب ٱبْن لُؤَيّ) আরব ঐতিহ্য অনুযায়ী ইসলামের নবী মুহাম্মদ এর একজন পূর্বপুরুষ ছিলেন।

Ka'b ibn Lu'ayy
كَعْب ٱبْن لُؤَيّ
জন্ম
মৃত্যু
জাতীয়তাArab
পরিচিতির কারণইসলামের নবী মুহাম্মদ এর পূর্বপুরুষ
দাম্পত্য সঙ্গীওয়াহশিয়া বিন্ত শাইবান (কুরাইশ)
সন্তানমুররাহ ইবনে কা'ব, আদিয় ইবনে কা'ব, হুসাইস ইবনে কা'ব
পিতা-মাতালুয়াই ইবনে গালিব
মা'উইয়া বিন্ত কা‘ব (বানু কুদাআ)
আত্মীয়'আমির ইবনে লুয়াই, সামাহ ইবনে লুয়াই, আওফ ইবনে লুয়াই, খুআইমাহ ইবনে লুয়াই, সা'দ ইবনে লুয়াই (ভাই)

উৎপত্তি

সম্পাদনা

কা'ব ইবনে লুয়াই আনুমানিক ৩০৫ খ্রিষ্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন লুয়াই ইবনে গালিব এবং মাতা ছিলেন মা'উইয়া বিন্ত কা‘ব। তাঁর মাতৃকুলের বংশধারা ছিল: মা'উইয়া বিন্ত কা‘ব ইবনে আল-কাইন ইবনে জাসর ইবনে শাই’আল্লাহ ইবনে আসাদ ইবনে ওয়াবারা ইবনে তাগলিব ইবনে হুলওয়ান ইবনে ইমরান ইবনে আল-হাফ ইবনে কুদাআ[] তাঁর (মা'উইয়া) মাতামহী ছিলেন আতিকা বিন্ত কাহিল ইবনে উযরাহ।[]

পরিবার

সম্পাদনা

কা'ব ইবনে লুয়াই এর দুইজন পূর্ণভাই ছিলেন—'আমির ও সামাহ।[] এই তিন ভাই মিলে ‘বানু নাজিয়্যাহ’ নামে পরিচিত ছিলেন।

তাঁদের একজন পিতৃসৌত ভাই ছিলেন, যার সন্তানরা নিজেদের বানু ঘাতাফান গোত্রের অংশ বলে মনে করতেন এবং সেই গোত্রেই যুক্ত হন। তাঁর নাম ছিল আওফ ইবনে লুয়াই। তাঁর মাতা ছিলেন আল-বারিদাহ বিন্ত আওফ ইবনে গনম ইবনে আবদুল্লাহ ইবনে ঘাতাফান। বলা হয়ে থাকে, লুয়াই ইবনে গালিব মৃত্যুবরণ করলে তাঁর স্ত্রী (আওফের মা) নিজ গোত্রে (বানু ঘাতাফান) ফিরে যান এবং সা'দ ইবনে ধুবিয়ান ইবনে বাঘিদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি আওফ ইবনে লুয়াই-কে দত্তক গ্রহণ করেন। ফাযারাহ ইবনে ধুবিয়ান এর একটি কবিতায় আওফকে উদ্দেশ করে বলা হয়েছে:

লুয়াইর পুত্র, তোমার উট আমার দিকে ফিরাও;
তোমার স্বগোত্রীয়রা তোমায় পরিত্যাগ করেছে,
তোমার আর কোনো আবাসস্থল নেই।

কা'ব এর আরও দুইজন পিতৃসৌত ভাই ছিলেন। তাদের একজন ছিলেন খুযাইমাহ, যিনি তাঁর মা আঈধাহ বিন্ত আল-খিমস ইবনে কুহাফাহ ইবনে কাহতাম এর নামে ‘আঈধাত কুরাইশ’ নামে পরিচিত ছিলেন। অপর ভাই ছিলেন সা'দ, যাঁর সন্তানেরা ‘বুনানাহ’ নামে পরিচিত ছিলেন, সা'দের মাতা বুনানাহর নামে।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Muhammad ibn Jarir al-Tabari (১১ জুন ২০১৫)। The History of al-Tabari। 6: Muhammad at Mecca। SUNY Press। পৃষ্ঠা 27। 
  2. Ibn Sa'd al-BaghdadiKitab Tabaqat Al-Kubra1 
  3. Ibn IshaqSirat Rasul Allah। Oxford University Press।