কসমস পর্বসমূহের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
নিচে বৈজ্ঞানিক প্রামাণ্যচিত্রভিত্তিক টেলিভিশন ধারাবাহিক কসমসের পর্বসমমূহের তালিকা রয়েছে। এর প্রথম ধারাবাহিক কসমস: অ্য পারসোনাল ভয়েজ ১৯৮০ সালে কার্ল সেগানের উপস্থাপনায় পিবিএসে সম্প্রচারিত হয়। দ্বিতীয় ধারাবাহিক কসমস: এ স্পেসটাইম ওডেসি ২০১৪ সালে নিল ডিগ্রেস টাইসনের উপস্থাপনায় ফক্স নেটওয়ার্কের সকল চ্যানেলে সম্প্রচারিত হয়। এর তৃতীয় ধারাবাহিক পসিবল ওয়ার্ল্ডস ২০২০ আবারও টাইসনের উপস্থাপনায় প্রচারিত হওয়ার কথা রয়েছে। [১]
ধারাবাহিকের সংক্ষিপ্ত বিবরণ
সম্পাদনামৌসুম | পর্ব | মূল সম্প্রচার | ||||
---|---|---|---|---|---|---|
প্রথম সম্প্রচার | শেষ সম্প্রচার | নেটওয়ার্ক | ||||
এ পার্সোনাল ভয়েজ | ১৩ | ২৮ সেপ্টেম্বর ১৯৮০ | ২১ ডিসেম্বর ১৯৮০ | পিবিএস | ||
এ স্পেসটাইম ওডেসি | ১৩ | ৯ মার্চ ২০১৪ | ৮ জুন ২০১৪ | ফক্স |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Romano, Nick (জানুয়ারি ১৩, ২০১৮)। "Cosmos to return in 2019 with Possible Worlds"। Entertainment Weekly। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৩, ২০১৮।