কল্লোন
কল্লোন (গ্রিক: Καλλονή) তথা "সৌন্দর্য" হলেন একজন গ্রীক দেবী। ভাগ্য, জন্ম এবং সৌন্দর্য বিষয়ক ত্রয়ী গ্রীক দেবতাদের একজন তিনি; উল্লেখ্য দেবতাগণ যথাক্রমে ময়রা, ইলিথিয়া এবং ক্যালোন। প্লেটোর সিম্পোজিয়ামে জন্মের দেবী হিসেবে তাঁর নাম বর্ণিত রয়েছে।
- গর্ভাবস্থা এবং জন্মদান, এই বিষয়টি, স্বর্গীয়, এবং এটি সমস্ত মরণশীল প্রাণীদের মধ্যে চিরন্তন একটি প্রথা। এই ঘটনাটি প্রকৃতপক্ষেই বেমানান হওয়া অসম্ভব; স্বর্গীয় সমস্ত বিষয়ের সাথে কদর্যতা মানানসই না, বরং সৌন্দর্যই মানানসই। সুতরাং ক্যালোন হল জন্মের ক্ষেত্রে মইরা এবং ইলিথিয়া।
পুরাণলেখক শেথ বেনারডিটের বর্ণনা অনুসারে মনে করা হয় ক্যালোন নামটি আর্টেমিস - হেকাতের ধর্মীয় নাম।
তথ্যসূত্র
সম্পাদনা- Seth Benardete (trans.) (২০০১)। Plato's Symposium। University of Chicago Press।