কল্লোন (গ্রিক: Καλλονή) তথা "সৌন্দর্য" হলেন একজন গ্রীক দেবী। ভাগ্য, জন্ম এবং সৌন্দর্য বিষয়ক ত্রয়ী গ্রীক দেবতাদের একজন তিনি; উল্লেখ্য দেবতাগণ যথাক্রমে ময়রা, ইলিথিয়া এবং ক্যালোন। প্লেটোর সিম্পোজিয়ামে জন্মের দেবী হিসেবে তাঁর নাম বর্ণিত রয়েছে।

গর্ভাবস্থা এবং জন্মদান, এই বিষয়টি, স্বর্গীয়, এবং এটি সমস্ত মরণশীল প্রাণীদের মধ্যে চিরন্তন একটি প্রথা। এই ঘটনাটি প্রকৃতপক্ষেই বেমানান হওয়া অসম্ভব; স্বর্গীয় সমস্ত বিষয়ের সাথে কদর্যতা মানানসই না, বরং সৌন্দর্যই মানানসই। সুতরাং ক্যালোন হল জন্মের ক্ষেত্রে মইরা এবং ইলিথিয়া।

পুরাণলেখক শেথ বেনারডিটের বর্ণনা অনুসারে মনে করা হয় ক্যালোন নামটি আর্টেমিস - হেকাতের ধর্মীয় নাম।

তথ্যসূত্র

সম্পাদনা
  • Seth Benardete (trans.) (২০০১)। Plato's Symposium। University of Chicago Press।