কলোরাডো স্টেট হাইওয়ে ১১২
স্টেট হাইওয়ে ১১২ (এসএইচ ১১২) যুক্তরাস্ট্রের দক্ষিণাঞ্চলীয় কলোরাডোর একটি রাজ্য মহাসড়ক। ২৭.৮০২ মাইল(৪৪.৭৪৩কি.মি) দীর্ঘ রাস্তাটি ১৯১৬ সালে তৈরী করা হলেও ১৯২২ সালে নামকরণ করা হয়। রাস্তাটির পশ্চিমপ্রান্ত ডেল নরটির ইউএস ১৬০ থেকে শুরু হয়। সেখান থেকে রাস্তাটি দুই মাইল পথ পূর্বদিকে গিয়ে ইউএস ২৮৫ এর সাথে মিলিত হয় এবং অবশেষে হোপার এলাকার পশ্চিমে অবস্থিত সেন্টারের এসএইচ ১৭ তে গিয়ে সমাপ্ত হয়।
পথের তথ্য | ||||
---|---|---|---|---|
CDOT কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত | ||||
দৈর্ঘ্য | ২৭.৮০২ মাইল[১] (৪৪.৭৪৩ কিলোমিটার) | |||
প্রধান সংযোগস্থল | ||||
পশ্চিম প্রান্ত: | ইউএস ১৬০, ডেল নরটি | |||
ইউএস ২৮৫, সেন্টারের নিকটে | ||||
উত্তর প্রান্ত: | এসএইচ ১৭, হোপার | |||
মহাসড়ক ব্যবস্থা | ||||
| ||||
|
রাস্তার বিবরণ
সম্পাদনারাস্তাটি ডেল নরটির ইউএস ১৬০ থেকে শুরু হয়। তারপর রাস্তাটি ওক স্ট্রিট হয়ে রিও গ্রান্ড শহর অতিক্রম করে উত্তর-পূর্ব দিকে মোড় নেয়।[২][৩][৪] রাস্তাটি রিও গ্রান্ড-সোয়াচ কাউন্টি লাইন হয়ে উত্তর-পূর্ব দিকে চলতে থাকে। দ্রুতই রাস্তাটি কাউন্টিরুট ৩৭ ভেদ করে পূর্ব দিকে ইউএস ২৮৫ বরাবর চলে। তারপর এসএইচ ১১২ একটু পূর্বদিকে মোড় নিয়ে টুয়েল্ভ মাইল রোডের সাথে মিলিত হয়। পথিমধ্যে রাস্তাটি অনেকগুলো কাউন্টিরুট তৃনভূমি, শস্যক্ষেত পাড়ি দিয়ে চলতে থাকে।[৪] এভাবে প্রায় ১২ মাইল অতিক্রম করে রাস্তাটি ইউএস ২৮৫ এর সাথে মিলিত হয় পূর্ব ডেল নরটিতে।[৩][৫]
এরপর এসএইচ ১১২ শহরের সেন্টার হয়ে পূর্বদিকে বরাবর এইটথ স্ট্রিট অতিক্রম করে।[৩] এখানে একটি রেললাইন পাড়ি দিয়ে দক্ষিণে সুগার জংশনে চলে আসে।[৬] আরো পূর্বদিকে রাস্তাটি কৃষি জমি পেরিয়ে কাউন্টি রুট ১০০ এর সাথে মিলিত হয়, অবশ্য কাউন্টি রুট ১০০ দক্ষিণে এসএইচ ১৫ বরাবর চলতে থাকে। অবশেষে রাস্তাটি হোপার এলাকায় এসএইচ ১৭ তে মিলিত হয়ে সমাপ্ত হয়।[৩][৭]
ইতিহাস
সম্পাদনা১৯১৬ সালে সেন্টার থেকে হোপার পর্যন্ত বিস্তৃত ১২ মাইল(১৯কি.মি.) দীর্ঘ রাস্তাটির নাম ছিল ১০-এস।[৩] এটি একটি আধাপাঁকা সড়ক ছিল। রাস্তার আরেকটি অংশ ছিল আধাপাঁকা, আলামোসা থেকে হোপার পর্যন্ত। ১৯১০ সালে কলোরাডো ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশান ডেল নরটি থেকে এসএইচ ৩৬ পর্যন্ত স্টেট হাইওয়ে ৬৮ তৈরী করে। এই রাস্তাটি থেকে তখন রিও গ্রান্ড-সোয়াচ কাউন্টি লাইনের দুরত্ব ছিল ছয় মাইল, পরে ১৯২০ সালে এদের সংযোগসড়ক তৈরীর কাজ শুরু হয়। তারপর ১৯২২ সালে এসএইচ৬৮ কে এসএইচ ১১২ নামকরণ করা হয়, যেটি ছিল ডেল নরটি থেকে হোপার পর্যন্ত বিস্তৃত।[৩]
১৯৩০ সালে রাস্তাটির ডেল নরটি থেকে কাউন্টি থেকে কাউন্টি লাইন পর্যন্ত পাকাঁ সড়কে পরিনত করা হয়। সান লুইস ভ্যালি এলাকার জন্য ভালো সড়কের প্রয়োজনে এসএইচ ১১২ কে ১৯৪৬ সালের দিকে পুরোপুরি বাঁধাই করার সিদ্ধান্ত নেয়া হয়। আর এই কাজে রিওগ্রান্ড এবং সোয়াচ কাউন্টি অর্থায়ন করে।[৩] তারপর ১৯৪৭ সাল থেকে রাস্তাটি অপরিবর্তিত অবস্থায় বিদ্যমান।
মূখ্য অংশবিশেষ
সম্পাদনাকাউণ্টি | অবস্থান | মাইল[১] | কিঃমিঃ | গন্তব্য | টীকা |
---|---|---|---|---|---|
রিও গ্রান্ড | ডেল নরটি | ০.০০০ | ০.০০০ | ইউএস ১৬০ US ১৬০ | পশ্চিম প্রান্তবিন্দু |
সোয়াচ | | ১৩.১৩৮ | ২১.১৪৪ | ইউএস ২৮৫ US ২৮৫ | |
আলমোসা | হোপার | ২৭.৮০২ | ৪৪.৭৪৩ | এসএইচ ১৭ SH ১৭ | পূর্ব প্রান্তবিন্দু |
১.০০০ মাঃ = ১.৬০৯ কিঃমিঃ; ১.০০০ কিঃমিঃ = ০.৬২১ মাঃ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Segment Descriptions for Highway 112"। Colorado Department of Transportation। সংগ্রহের তারিখ মার্চ ২৫, ২০০৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Map of Del Norte, Colorado (PDF) (মানচিত্র)। Colorado Department of Transportation। আগস্ট ২১, ২০০৮। সংগ্রহের তারিখ মে ১১, ২০১০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ "Highways to the Sky"। Colorado Department of Transportation। এপ্রিল ২৪, ২০০২। জুলাই ১৬, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১০, ২০১০।
- ↑ ক খ মাইক্রোসফট; নোকিয়া (মে ১০, ২০১০)। "Overview map of SH 112" (মানচিত্র)। বিং মানচিত্র (ইংরেজি ভাষায়)। মাইক্রোসফট। সংগ্রহের তারিখ মে ১০, ২০১০।
- ↑ The United States (মানচিত্র)। National Geographic। অক্টোবর ২০০৬।
- ↑ Map of Center, Colorado (PDF) (মানচিত্র)। Colorado Department of Transportation। আগস্ট ২১, ২০০৮। সংগ্রহের তারিখ মে ১১, ২০১০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Map of Hooper, Colorado (PDF) (মানচিত্র)। Colorado Department of Transportation। আগস্ট ২১, ২০০৮। সংগ্রহের তারিখ মে ১১, ২০১০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
রুটের মানচিত্র:
KML ফাইল (সম্পাদনা • সাহায্য)
|