কলকাতা আই হল এক বৃহৎ নাগরদোলা যা লন্ডন আই এর আদলে গড়ে তোলার কথা রয়েছে গঙ্গার পূর্ব তীরে মিলেনিয়াম পার্কে।

কলকাতা আই
মানচিত্র
সাধারণ তথ্য
অবস্থাপ্রস্তাবিত
ধরনবৃহৎ নাগরদোলা
অবস্থানমিলেনিয়াম পার্ক,কলকাতা
নির্মাণব্যয়১০০ কোটি (₹) (২০১১)[১][২]
৩০০ কোটি () (২০১৪)[৩]
৩৮০ কোটি (₹) (২০১৫)[৪]
উচ্চতা১২০ মি (৩৯০ ফু)[৩]

ইতিহাস সম্পাদনা

কলকাতা শহরকে উন্নত পরিষেবা ও পর্যটনের উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে।এর মধ্যে অন্যতম হল কলকাতা আই। প্রথমে কলকাতা আই গঙ্গার (হুগলি নদী) পশ্চিম পাড়ে শিবপুর এর বোটানিক্যাল গার্ডেন্সে গড়ার কথা হলেও পড়ে গঙ্গার পূর্ব তীরে মিলেনিয়াম পার্কে এটি গড়ে তোলার প্রস্তাব গৃহীত হয়।

নির্মাণ সম্পাদনা

প্রথমে নগরোন্নয়ন দফতর কাজের দায়িত্ব পেলেও ২০১৭ সালে কলকাতা পৌরসংস্থা হাতে সেটি তৈরির ভার দেয় পশ্চিমবঙ্গ সরকার। সেই নির্দেশের পরেই এ দিন পুরভবনে পদস্থ ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক করেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। পুরসভা সূত্রের খবর, মিলেনিয়াম পার্কে প্রায় সাড়ে ৮ একর জমিতে ওই ‘জায়ান্ট হুইল’ গড়ে তোলা হবে।

বৈশিষ্ট সম্পাদনা

লন্ডন আই-এর ধাঁচে ‘কলকাতা আই’ গড়া হবে।প্রায় ১২০ মিটার ব্যাস বিশিষ্ট ওই হুইল মন্থর গতিতে ঘুরবে মিলেনিয়াম পার্কে। এতে চেপে গঙ্গার সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি অনেক উপর থেকে কলকাতা শহরটাকেও দেখতে পাবেন দর্শনার্থীরা।

অর্থ সম্পাদনা

কলকাতা আই গড়ার প্রথম প্রস্তাব দেওয়া হয় ২০১১[৫][৬] সালে।তখন এর নির্মাণখরচ ধরা হয়েছিল ১০০ কোটি টাকা[৭][৮] (₹)।বর্তমানে (২০১৫) সালে এই খরচ বেড়ে হয়ছে ৩৮০[৯][১০] কোটি টাকা (₹)। কলকাতা আই রাজ্য সরকার ও বেসরকারি উদ্যোগে গড়ার কথা রয়েছে এবং এর নির্মাণ খুব শীঘ্রই শুরু হবে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Mamata wants a Kolkata Eye on the lines of London Eye"। ২৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৯ 
  2. Eye on Calcutta
  3. Like London, giant Ferris wheel to be built in Kolkata
  4. "Kolkata Eye to be modelled on the London Eye giant ferris wheel"। ১৯ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৯ 
  5. "Merlin warns legal action against Calcutta attraction plans"। ৭ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৬ 
  6. Merlin to challenge use of ‘Calcutta Eye’ name
  7. name=allvoices9269941
  8. name=telegraphindia14129981
  9. name=financialexpress26233
  10. Kolkata Eye can wait, here comes ‘Big Ben’

বহিঃসংযোগ সম্পাদনা