কর্ণাটক রাজ্য চলচ্চিত্র পুরস্কার
কর্ণাটক রাজ্য চলচ্চিত্র পুরস্কার হল ভারতে কর্ণাটক রাজ্যের কন্নড় চলচ্চিত্রের জন্য প্রদত্ত উল্লেখযোগ্য ও সম্মানজনক পুরস্কার। এটিকে কন্নড় ভাষার চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার হিসেবে গণ্য করা হয়। কর্ণাটক সরকার প্রতি বছর কন্নড় চলচ্চিত্র শিল্পের সের প্রতিভাদের সম্মানার্থে ও তাদের উৎসাহ প্রদানকল্পে এই পুরস্কার প্রদান করে থাকে।[১]
কর্ণাটক রাজ্য চলচ্চিত্র পুরস্কার | |
---|---|
কর্ণাটকের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার | |
বিবরণ | কন্নড় চলচ্চিত্রে সেরা অবদানের জন্য |
পৃষ্ঠপোষক | সংস্কৃতি মন্ত্রণালয়, কর্ণাটক সরকার |
অবস্থান | ভারত |
পূর্বের নাম | মহিশূর রাজ্য চলচ্চিত্র পুরস্কার |
প্রথম পুরস্কৃত | ১৯৬৬-৬৭ |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৮ |
বিচারকদের একটি প্যানেলের তত্ত্বাবধানে একটি এই পুরস্কার গ্রহীতাদের নির্বাচন করে থাকে। জুরি বোর্ডে চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট প্রখ্যাত ব্যক্তিবর্গ জড়িত থাকেন। কর্ণাটক সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী এই পুরস্কার ঘোষণা করেন এবং কর্ণাটক সরকারের মুখ্যমন্ত্রী এই পুরস্কার প্রদান করেন।[২]
২০১৬ সালের ১৪ই নভেম্বর কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দরমাইয়া ঘোষণা দেন যে পরের বছর থেকে রাজ্য সরকার প্রবীণ অভিনেতা রাজকুমারের জন্মদিন ২৪শে এপ্রিল এই পুরস্কার প্রদান করা হবে।[৩]
পুরস্কারসমূহসম্পাদনা
চলচ্চিত্রসম্পাদনা
- শ্রেষ্ঠ চলচ্চিত্র
- দ্বিতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র
- তৃতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র
- সামাজিক বিষয়ে বিশেষ চলচ্চিত্র
- শ্রেষ্ঠ আঞ্চলিক চলচ্চিত্র
- শ্রেষ্ঠ শিশুতোষ চলচ্চিত্র
- শ্রেষ্ঠ পারিবারিক বিনোদন প্রদানকারী চলচ্চিত্র
- পরিচালকের প্রথম শ্রেষ্ঠ চলচ্চিত্র
অভিনয়ের পুরস্কারসম্পাদনা
- শ্রেষ্ঠ অভিনেতা
- শ্রেষ্ঠ অভিনেত্রী
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী
- শ্রেষ্ঠ শিশু অভিনেতা
- শ্রেষ্ঠ শিশু অভিনেত্রী
পরিচালনা ও লেখনীসম্পাদনা
- শ্রেষ্ঠ পরিচালক
- শ্রেষ্ঠ কাহিনি
- শ্রেষ্ঠ চিত্রনাট্য
- শ্রেষ্ঠ সংলাপ
সঙ্গীতের পুরস্কারসম্পাদনা
- শ্রেষ্ঠ গীতিকার
- শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক
- শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী
- শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী
কারিগরী পুরস্কারসম্পাদনা
- শ্রেষ্ঠ চিত্রগ্রাহক
- শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদক
- শ্রেষ্ঠ শিল্প নির্দেশক
- শ্রেষ্ঠ পুরুষ ডাবিং শিল্পী
- শ্রেষ্ঠ নারী ডাবিং শিল্পী
বিশেষ পুরস্কারসম্পাদনা
- ডক্টর রাজকুমার পুরস্কার
- ডক্টর বিষ্ণুবর্ধন পুরস্কার
- পুট্টান্না কানাগল পুরস্কার
- বিশেষ জুরি পুরস্কার
বিলুপ্ত পুরস্কারসম্পাদনা
- চতুর্থ শ্রেষ্ঠ চলচ্চিত্র
- শ্রেষ্ঠ শব্দগ্রাহক
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "About Karnataka:Film Industry, Govt of Karnataka"। ২০১০-০৪-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৫-২৮।
- ↑ "Film awards given away"। দ্য হিন্দু। ৫ এপ্রিল ২০১০। ১৬ এপ্রিল ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Annual film awards to be given on Raj's birthday"। ডেকান হেরাল্ড। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০।