কর্টিকোট্রোপ অগ্র পিটুইটারির কিছু ব্যাসোফিলিক কোষ যেগুলি অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন এবং মেলানোসাইট উদ্দীপক হরমোন নিঃসরণ করে। ব্যাসোফিলিক কোষগুলি মৌলিক রঞ্জক পদার্থ শোষণ করে অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান হয়। এ কোষগুলি অগ্র পিটুইটারির প্রায় ২০% গঠন করেছে। [১][২]

কর্টিকোট্রফ ট্রেস
পিওএমসি কর্টিকোট্রপিক কোষগুলিতে প্রোটিওলাইটিক ক্লিভেজের মাধ্যমে কয়েকটি পেপটাইড হরমোনগুলিতে বিভক্ত হয়।

অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন অ্যাড্রিনাল কর্টেক্স-কে কর্টিসল ও অন্যান্য হরমোন নিঃসরণে উদ্দীপ্ত করে। [৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. http://medical-dictionary.thefreedictionary.com/Corticotropes
  2. Principles and Practice of Endocrinology and Metabolism, Edited by Kenneth L. Becker et al., 2001, p. 105
  3. http://medical-dictionary.thefreedictionary.com/ACTH

বশতঃ ততগুলি