করোনাভির হল একটি ভাইরাস নিরোধক ওষুধ যা রাশিয়ায় কোভিড-১৯- এর চিকিৎসার জন্য অনুমোদিত। এই ওষুধ সম্পর্কে খুব কম তথ্যই জানা যায়, তবে এর উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে আর-ফার্ম। [১] [২]

নোভেল করোনাভাইরাস সার্স-কোভ-২

পত্রিকায় প্রকাশিত বিবরণ অনুযায়ী, করোনাভিরকে সার্স-কোভ-২ আরএনএ পলিমারেজের প্রতিরোধক বলে মনে হয়, যা অন্যান্য অ্যান্টিভাইরাল নিউক্লিওটাইড অ্যানালগ যেমন রেমডেসিভির এর অনুরূপ।[১] ওষুধটি জাপানে উদ্ভাবিত ফাভিপিরাভিরের উপর ভিত্তি করে তৈরি বলে মনে হয়।[৩]

করোনাভির ২০২০ সালের জুলাই এ রাশিয়ার হাসপাতালে ব্যবহারের জন্য অনুমোদিত হয় এবং ২০২০ সালের সেপ্টেম্বরে এটি বহিরাগত রোগীদের ব্যবহারের জন্য প্রেসক্রিপশনের মাধ্যমে বিক্রয়ের অনুমোদন পায়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Russian firm gets approval for drug said to block coronavirus replication"। জুলাই ৮, ২০২০। ডিসেম্বর ৫, ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ৩, ২০২২ – in.reuters.com-এর মাধ্যমে। 
  2. "Russia approves R-Pharm's Coronavir for Covid-19 treatment"Pharmaceutical Technology। ৯ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০ 
  3. Reuters Staff (২০২০-০৯-১৮)। "Russia approves first COVID-19 prescription drug for sale in pharmacies"Reuters (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]}