করুণাময় গোস্বামী

বাংলাদেশি সংগীতবিদ ও সাহিত্যিক

করুণাময় গোস্বামী ছিলেন একজন বাংলাদেশি সংগীতজ্ঞ ও সাহিত্যিক। তিনি ২০১২ সালে একুশে পদকে ভূষিত হন। তিনিই দুই বাংলার গবেষক যিনি রবীন্দ্র ও নজরুল উভয় সম্পর্কে গবেষণায় আন্তর্জাতিক পুরষ্কারজয়ী। তার জন্ম ১৯৪২ সালে ময়মনসিংহের নান্দাইলের গোসাঁই চান্দুরা গ্রামে।

করুণাময় গোস্বামী
জন্ম(১৯৪২-০৩-১১)১১ মার্চ ১৯৪২
মৃত্যু৩০ জুন ২০১৭(2017-06-30) (বয়স ৭৫)
জাতীয়তাবাংলাদেশী
উচ্চশিক্ষায়তনিক পটভূমি
শিক্ষাপি. এইচ.ডি.
মাতৃ-শিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়

রচনাবলি সম্পাদনা

  • সংগীত কোষ
  • বাংলা গানের বিবর্তন প্রথম খণ্ড
  • বাংলা গান স্বরলিপি-ইতিহাস
  • বুদ্ধদেব বসু ও অন্যান্য
  • রবীন্দ্র সংগীত পরিক্রমা
  • রবীন্দ্র সংগীত স্বরলিপি
  • নজরুল গীতি প্রসঙ্গ
  • রবীন্দ্র নাট্যসংগীত
  • আব্বাসউদ্দিন
  • অতুলপ্রসাদের গান
  • রবীন্দ্রনাথ হান্টিংটন ও ভারতভাগ
  • বাংলাদেশের উচ্চাঙ্গসংগীত চর্চা ও গুণীজন
  • বাংলা গানের বর্তমান ও আরো
  • ভারত ভাগের অশ্রু কণা
  • রবীন্দ্রসংগীতকলা- ২য়
  • কিশোর সংগীত
  • বাংলাগানের কথা
  • নজরুল সংগীত জনপ্রিয়তার স্বরূপ সন্ধান
  • বাংলা কাব্যগীতির ধারায় কাজী নজরুল ইসলামের স্থান

পুরস্কার সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা