কয়লা ১৯৯৭ সালের একটি বলিউড চলচ্চিত্র। ছবিটির কাহিনীকার, প্রযোজক ও পরচালক রাকেশ রোশন। ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, মাধুরী দীক্ষিত ও অমরিশ পুরি। এছাড়াও কয়েকটি গুরুপ্তপুর্ণ চরিত্রে আছেন হিমানী শিভপুরি, জনি লিভার, অশোক সরাফ এবং কুনিকা। মহ্নিশ বেহল-কে একটি বৈশিষ্টমূলক অতিথি উপস্থিতি করা হয়। পরিচালক রাকেশ রোশনের পুত্র ঋত্বিক রোশন এই ছবির সহযোগী পরিচালক হিসেবে কাজ করেন।

কয়লা
ডিভিডি'র মোড়ক
পরিচালকরাকেশ রোশন
প্রযোজকরাকেশ রোশন
কাহিনিকাররাকেশ রোশন
শ্রেষ্ঠাংশেশাহরুখ খান
মাধুরী দীক্ষিত
অমরিশ পুরি
সুরকাররাজেশ রোশন
ভাঙ্গেলিস [১]
চিত্রগ্রাহকসমীর আর্য
সম্পাদকসঞ্জয় বর্মা
পরিবেশকফিল্মক্রাফট প্রডাকশনস (ইন্ডিয়া) প্রা: লি:
মুক্তি১৮ এপ্রিল, ১৯৯৭
স্থিতিকাল১৫৬ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি

বক্স-অফিস-ভারত ঘোষণা করে, ১৯৯৭ সালের সর্বোচ্চ আয়ের ছবিগুলোর মধ্যে কয়লা ছবিটি স্বল্প আয়ের একটি ছবি।[২] ছবিতে 'ঘুঙ্গাতে ম্যায় চাঁদা হাই', 'তানহাই, তানহাই, তানহাই' এবং 'দেখা তুঝে তো, জিনে লাগে হাম' গানগুলোর জন্য ছবিটি শ্রোতাদের পছন্দের তালিকায় উঠে এসেছে।

শ্রেষ্ঠাংশে সম্পাদনা

  • শাহরুখ খান - সংকর
  • মাধুরী দীক্ষিত - গৌরী
  • অমরিশ পুরি - রাজা সাব
  • জনি লিভার - সংকর-এর বন্ধু
  • দীপশিখা - বিন্দ্যা
  • সালিম ঘৌস - ব্রিজ্ব (রাজা সাবের ভাই)
  • রঞ্জীত - দিলওয়ার
  • অশোক সরাফ - ভেদজী
  • কুনিকা - রাসেলী
  • হিমানী শিভপুরি - চান্দাবাই (পিম্প/ম্যাডাম)
  • মহ্নিশ বেহল - গৌরীর ভাই (বিশেষ অতিথি)
  • রাজ্জাক খান - পুরুপ্তপুর্ণ পক্ষ (অতিথি)
  • শুভ খতে - গৌরীর মামী

তথ্যসূত্র সম্পাদনা

  1. Koyla Theme Music
  2. "Box Office 1997"। box-office-india। ২১ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১১ 

বহিঃসংযোগ সম্পাদনা