কম্বোডিয়ার প্রদেশ

কম্বোডিয়া দেশটি ২৫ টি প্রদেশে (খ্‌মের: ខេត្ត) বিভক্ত৷ রাজধানী নমপেন আক্ষরিকভাবে কোনো প্রদেশ না হলেও তা একটি স্বায়ত্বশাসিত পৌরসভা৷ কিন্তু পৌরসভা হলেও এটির সকল প্রশাসনিক কাজ অপর ২৪টি প্রদেশের মতোই সমতুল্য স্তরে উন্নীত৷

কম্বোডিয়ার প্রদেশ
រាជធានី ខេត្ត នៃព្រះរាជាណាចក្រកម្ពុជា
শ্রেণিঐকিক রাষ্ট্র
অবস্থান কম্বোডিয়া
সংখ্যা২৫
জনসংখ্যা৪৫,৭৯৮ (কেপ প্রদেশ) থেকে ২,১২৯,৩৭১ (নমপেন)[]
আয়তন৩৩৬ কিমি (১৩০ মা) (কেপ প্রদেশ) থেকে ১৪,২৮৮ কিমি (৫,৫১৭ মা) (মন্দলগিরি প্রদেশ)
সরকার
  • প্রাদেশিক সরকার
উপবিভাগ

প্রদেশগুলির মধ্যে নমপেনের জনসংখ্যা ও জনঘনত্ব বাকীগুলির তুলনায় সর্বাধিক এবং আয়তনের বিচারে দ্বিতীয় ক্ষুদ্রতম৷ আয়তনের বিচারে সর্ববৃহৎ প্রদেশটি হলো মন্দলগিরি ও ক্ষুদ্রতম প্রদেশ হলো কেপ প্রদেশ৷ কেপ প্রদেশের জনসংখ্যা সর্বনিম্ন আবার মন্দলগিরি প্রদেশের জনঘনত্ব সর্বনিম্ন৷

প্রতিটি প্রদেশ প্রশাসনিকভাবে একজন গভর্নরের দায়িত্বপ্রাপ্ত৷ প্রতি গভর্নর কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর অনুমোদনে আভ্যন্তরীন মন্ত্রণালয়ের দ্বারা সাধারণের ভোটে নির্বাচিত হন৷

প্রতিটি প্রদেশ জেলাস্তরে (শ্রোক, খ্‌মের: ស្រុក)/খান (খ্‌মের: ខណ្ឌ) বিভক্ত৷ নমপেনের জেলাগুলিকেই সাধারণত খান বলা হয়ে থাকে৷ প্রতিটি প্রদেশে ভিন্ন ভিন্ন সংখ্যক জেলা রয়েছে যেমন কেপ প্রদেশে রয়েছে দুটি, আবার বাতদামবাং, প্রিয়েই বেং ও শ্যাম রিয়েপ প্রদেশগুলির প্রতিটিতে রয়েছে ১৪টি করে জেলা৷ প্রতিটি জেলা একাধিক খুম (খ্‌মের: ឃុំ) বা সঙ্কাত (খ্‌মের: សង្កាត់)-এ বিভক্ত৷ আবার প্রতিটি খুম বা সঙ্কাত একাধিক গ্রাম বা ফুম (খ্‌মের: ភូមិ), নিয়ে গঠিত৷ নমপেন রাজধানী অঞ্চলের ক্ষেত্রে গ্রামোপনিবেশ বলতে খুম এর বদলে সঙ্কাত ব্যবহার করা হয়ে থাকে৷

প্রদেশসমূহর তালিকা

সম্পাদনা
নাম স্থানীয় নাম
(বাংলা প্রতিবর্ণীকরণ)
সদর জনসংখ্যা (২০১৯)[] ক্ষত্রফল (বর্গকিমি)[] জনঘনত্ব আইএসও কোড
বানতিয়েই মিয়েঞ্চিয়েই បន្ទាយមានជ័យ (বন্তিআয়মিআনচ্য) সেরেই সাওফোয়ান পৌরসভা ৮৫৯,৫৪৫ ৬,৬৭৯ ১২৯ KH-1
বাতদামবাং បាត់ដំបង (বাৎদংবঙ) বাতদামবাং পৌরসভা ৯৮৭,৪০০ ১১,৭০২ ৮৪ KH-2
কামপং চাম កំពង់ចាម (কংপঙচাম) কামপং চাম পৌরসভা ৮৯৫,৭৬৩ ৪,৫৪৯ ১৯৭ KH-3
কামপং ছনাং កំពង់ឆ្នាំង (কংপঙছ্নাঁম) কামপং ছনাং পৌরসভা ৫২৫,৯৩২ ৫,৫২১ ৯৫ KH-4
কামপং স্পেউ កំពង់ស្ពឺ (কংপঙস্প্যু) চ্বার মন পৌরসভা ৮৭২,২১৯ ৭,০১৭ ১২৪ KH-5
কামপং থোম កំពង់ធំ (কংপঙথোং) স্টেউং সায়েন পৌরসভা ৬৭৭,২৬০ ১৩,৮১৪ ৪৯ KH-6
কামপট កំពត (কংপট্) কামপট পৌরসভা ৫৯২,৮৪৫ ৪,৮৭৩ ১২২ KH-7
কান্দাল កណ្តាល (কণ্ডাল) তা খমৌ পৌরসভা ১,১৯৫,৫৪৭ ৩,১৭৯ ৩৭৬ KH-8
কোহ কোং កោះកុង (কৌঃকোঙ) খেমর ফৌমিন পৌরসভা ১২৩,৬১৮ ১০,০৯০ ১২ KH-9
ক্রাচে ក្រចេះ (ক্রাচেঃ) ক্রাচে পৌরসভা ৩২৭,৮২৫ ১১,০৯৪ ৩৪ KH-10
মন্দলগিরি មណ្ឌលគិរី (মোণ্ডলকিরি) সেনমনোরম পৌরসভা ৮৮,৬৪৯ ১৪,২৮৮ KH-11
নমপেন ភ្នំពេញ (ফ্নোঁপেন্হ) দৌনপেন খণ্ড ২,১২৯,৩৭১ ৬৭৯ ৩,১৩৬ KH-12
প্রিয় বিহার ព្រះវិហារ (প্রেঃবিহার) তবেং মিয়েঞ্চিয়েই পৌরসভা ২৫১,৩৫২ ১৩,৭৮৮ ১৮ KH-13
প্রিয়েই বেং ព្រៃវែង (প্র্যৈবেঙ) প্রিয়েই বেং পৌরসভা ১,০৫৭,৪২৮ ৪,৮৮৩ ২১৭ KH-14
পোসাত ពោធិ៍សាត់ (পোর্থিসাত) পোসাত পৌরসভা ৪১১,৭৫৯ ১২,৬৯২ ৩২ KH-15
রতনগিরি រតនគិរី (রোতনকিরি) বানলুং পৌরসভা ২০৪,০২৭ ১০,৭৮২ ১৯ KH-16
শ্যাম রিয়েপ សៀមរាប (শ্যেমরাব) শ্যাম রিয়েপ পৌরসভা ১,০০৬,৫১২ ১০,২৯৯ ৯৮ KH-17
প্রিয় সিহানুক ព្រះសីហនុ (প্রেঃসৈহনৌ) সিহানুকবিল্লে পৌরসভা ৩০২,৮৮৭ ১,৯৩৮ ১৫৬ KH-18
স্তং ত্র্যাং ស្ទឹងត្រែង (স্ত্যৈঙত্রেঙ) স্তং ত্র্যাং পৌরসভা ১৫৯,৫৬৫ ১১,০৯২ ১৪ KH-19
সোয়াই রিয়েং ស្វាយរៀង (স্বায়র্যেঙ) সোয়াই রিয়েং পৌরসভা ৫২৪,৫৫৪ ২,৯৬৬ ১৭৭ KH-20
তাকেও តាកែវ (তাকেব) দৌন কেও পৌরসভা ৮৯৯,৪৮৫ ৩,৫৬৩ ২৫২ KH-21
উত্তর মিয়েঞ্চিয়েই ឧត្តរមានជ័យ (উত্তরমিআনচ্য) সামরোং পৌরসভা ২৬১,২৫২ ৬,১৫৮ ৪২ KH-22
কেপ កែប (কেপ) কেপ পৌরসভা ৪১,৭৯৮ ৩৩৬ ১২৪ KH-23
পাইলিন ប៉ៃលិន (পৈলিন) পাইলিন পৌরসভা ৭১,৬০০ ৮০৩ ৮৯ KH-24
তবৌং খমুম ត្បូងឃ្មុំ (ত্বৌঙখ্মৌং) সুয়ং পৌরসভা ৭৭৫,২৯৬ ৫,২৫০ ১৪৮ KH-25

ইতিহাস

সম্পাদনা
  • ১৯৭৫: খ্মের রুজ সরকার কম্বোডিয়ার পুরানো প্রশাসনিক বিভাগগুলিকে পুনর্বিন্যাস করেন৷ প্রদেশগুলি বাদ দিলে গণতান্ত্রিক শ্যামদেশ সাতটি ভৌগোলিক ক্ষেত্রে (দাম্বন খ্‌মের: តំបន់) বিভক্ত: উত্তরপশ্চিম, উত্তর, উত্তরপূর্ব, পূর্ব, দক্ষিণপশ্চিম, পশ্চিম এবং মধ্য৷ খ্মের রুজের সাথে খ্মের প্রজাতন্ত্রের মধ্যে কম্বোডিয়ার গৃহযুদ্ধ চলাকালীন প্রশাসনিক সুবিধার্থে তৎকালীন বিভাগগুলির থেকে এই সাতটি অঞ্চল গঠন করা হয়৷ []
  • ২০০৮: ২০০৮ খ্রিস্টাব্দের ২২শে ডিসেম্বর রাজা নরোত্তম সিহমণি একটি রাজফরমানে সাক্ষর করেন যার ফলে কেপ, পাইলিন ও প্রিয় সিহানুক পৌরসভাগুলিকে প্রাদেশিক পৌরসভায় রূপান্তরিত করা হয় এবং অন্যান্য কয়েকটি প্রদেশের সীমানার পরিবর্তন করা হয়৷[]
  • ২০১৩: ২০১৩ খ্রিস্টাব্দের ৩১শে ডিসেম্বরে রাজা নরোত্তম সিহমণির সাক্ষর করা একটি ফরমানে অনুসারে কামপং চাম প্রদেশটিকে দুটি ভাগে বিভক্ত করা হয়৷ মেকং নদীর পশ্চিম পাড়ে নতুন কামপং চাম প্রদেশ ও পূর্ব পাড়ে তবোং খমুম প্রদেশ গঠন করা হয়৷[]
  • ২০১৮: ২০১৮ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে আভ্যন্তরীণ মন্ত্রণালয় সদস্য সা খেঙ কান্দাল, মন্দলগিরি ও রতনগিরি প্রদেশগুলি থেকে নতুন আরো কিছু প্রদেশ গঠনের প্রস্তাব দেন৷[] যদিও প্রধানমন্ত্রী হুন সেন এই প্রস্তাব খারিজ করে দেন৷

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "General Population Census of the Kingdom of Cambodia 2019: Provisional Population Totals" (পিডিএফ)National Institute of StatisticsMinistry of Planning। জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৯ 
  2. Tyner, James A (২০০৮)। The Killing of Cambodia: Geography, Genocide and the Unmaking of Space। Ashgate Publishing, Ltd.। আইএসবিএন 0-7546-7096-1। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯ 
  3. Vong, Sokheng (৩১ ডিসেম্বর ২০০৮)। "Decree creates three new provinces"Phnom Penh Post (ইংরেজি ভাষায়)। 
  4. Mom, Kunthear; Ponniah, Kevin (১০ জানুয়ারি ২০১৪)। "Kampong Cham's great divide"Phnom Penh Post (ইংরেজি ভাষায়)। 
  5. Vicheika, Kann (৩১ আগস্ট ২০১৮)। "Cambodia to Create Two New Provinces in Bid for 'Efficiency'"Voice of America। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯