কম্বোডিয়ার প্রদেশ
কম্বোডিয়া দেশটি ২৫ টি প্রদেশে (খ্মের: ខេត្ត) বিভক্ত৷ রাজধানী নমপেন আক্ষরিকভাবে কোনো প্রদেশ না হলেও তা একটি স্বায়ত্বশাসিত পৌরসভা৷ কিন্তু পৌরসভা হলেও এটির সকল প্রশাসনিক কাজ অপর ২৪টি প্রদেশের মতোই সমতুল্য স্তরে উন্নীত৷
কম্বোডিয়ার প্রদেশ រាជធានី ខេត្ត នៃព្រះរាជាណាចក្រកម្ពុជា | |
---|---|
শ্রেণি | ঐকিক রাষ্ট্র |
অবস্থান | কম্বোডিয়া |
সংখ্যা | ২৫ |
জনসংখ্যা | ৪৫,৭৯৮ (কেপ প্রদেশ) থেকে ২,১২৯,৩৭১ (নমপেন)[১] |
আয়তন | ৩৩৬ কিমি২ (১৩০ মা২) (কেপ প্রদেশ) থেকে ১৪,২৮৮ কিমি২ (৫,৫১৭ মা২) (মন্দলগিরি প্রদেশ) |
সরকার |
|
উপবিভাগ |
প্রদেশগুলির মধ্যে নমপেনের জনসংখ্যা ও জনঘনত্ব বাকীগুলির তুলনায় সর্বাধিক এবং আয়তনের বিচারে দ্বিতীয় ক্ষুদ্রতম৷ আয়তনের বিচারে সর্ববৃহৎ প্রদেশটি হলো মন্দলগিরি ও ক্ষুদ্রতম প্রদেশ হলো কেপ প্রদেশ৷ কেপ প্রদেশের জনসংখ্যা সর্বনিম্ন আবার মন্দলগিরি প্রদেশের জনঘনত্ব সর্বনিম্ন৷
প্রতিটি প্রদেশ প্রশাসনিকভাবে একজন গভর্নরের দায়িত্বপ্রাপ্ত৷ প্রতি গভর্নর কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর অনুমোদনে আভ্যন্তরীন মন্ত্রণালয়ের দ্বারা সাধারণের ভোটে নির্বাচিত হন৷
প্রতিটি প্রদেশ জেলাস্তরে (শ্রোক, খ্মের: ស្រុក)/খান (খ্মের: ខណ្ឌ) বিভক্ত৷ নমপেনের জেলাগুলিকেই সাধারণত খান বলা হয়ে থাকে৷ প্রতিটি প্রদেশে ভিন্ন ভিন্ন সংখ্যক জেলা রয়েছে যেমন কেপ প্রদেশে রয়েছে দুটি, আবার বাতদামবাং, প্রিয়েই বেং ও শ্যাম রিয়েপ প্রদেশগুলির প্রতিটিতে রয়েছে ১৪টি করে জেলা৷ প্রতিটি জেলা একাধিক খুম (খ্মের: ឃុំ) বা সঙ্কাত (খ্মের: សង្កាត់)-এ বিভক্ত৷ আবার প্রতিটি খুম বা সঙ্কাত একাধিক গ্রাম বা ফুম (খ্মের: ភូមិ), নিয়ে গঠিত৷ নমপেন রাজধানী অঞ্চলের ক্ষেত্রে গ্রামোপনিবেশ বলতে খুম এর বদলে সঙ্কাত ব্যবহার করা হয়ে থাকে৷
প্রদেশসমূহর তালিকা
সম্পাদনানাম | স্থানীয় নাম (বাংলা প্রতিবর্ণীকরণ) |
সদর | জনসংখ্যা (২০১৯)[১] | ক্ষত্রফল (বর্গকিমি)[১] | জনঘনত্ব | আইএসও কোড |
---|---|---|---|---|---|---|
বানতিয়েই মিয়েঞ্চিয়েই | បន្ទាយមានជ័យ (বন্তিআয়মিআনচ্য) | সেরেই সাওফোয়ান পৌরসভা | ৮৫৯,৫৪৫ | ৬,৬৭৯ | ১২৯ | KH-1 |
বাতদামবাং | បាត់ដំបង (বাৎদংবঙ) | বাতদামবাং পৌরসভা | ৯৮৭,৪০০ | ১১,৭০২ | ৮৪ | KH-2 |
কামপং চাম | កំពង់ចាម (কংপঙচাম) | কামপং চাম পৌরসভা | ৮৯৫,৭৬৩ | ৪,৫৪৯ | ১৯৭ | KH-3 |
কামপং ছনাং | កំពង់ឆ្នាំង (কংপঙছ্নাঁম) | কামপং ছনাং পৌরসভা | ৫২৫,৯৩২ | ৫,৫২১ | ৯৫ | KH-4 |
কামপং স্পেউ | កំពង់ស្ពឺ (কংপঙস্প্যু) | চ্বার মন পৌরসভা | ৮৭২,২১৯ | ৭,০১৭ | ১২৪ | KH-5 |
কামপং থোম | កំពង់ធំ (কংপঙথোং) | স্টেউং সায়েন পৌরসভা | ৬৭৭,২৬০ | ১৩,৮১৪ | ৪৯ | KH-6 |
কামপট | កំពត (কংপট্) | কামপট পৌরসভা | ৫৯২,৮৪৫ | ৪,৮৭৩ | ১২২ | KH-7 |
কান্দাল | កណ្តាល (কণ্ডাল) | তা খমৌ পৌরসভা | ১,১৯৫,৫৪৭ | ৩,১৭৯ | ৩৭৬ | KH-8 |
কোহ কোং | កោះកុង (কৌঃকোঙ) | খেমর ফৌমিন পৌরসভা | ১২৩,৬১৮ | ১০,০৯০ | ১২ | KH-9 |
ক্রাচে | ក្រចេះ (ক্রাচেঃ) | ক্রাচে পৌরসভা | ৩২৭,৮২৫ | ১১,০৯৪ | ৩৪ | KH-10 |
মন্দলগিরি | មណ្ឌលគិរី (মোণ্ডলকিরি) | সেনমনোরম পৌরসভা | ৮৮,৬৪৯ | ১৪,২৮৮ | ৬ | KH-11 |
নমপেন | ភ្នំពេញ (ফ্নোঁপেন্হ) | দৌনপেন খণ্ড | ২,১২৯,৩৭১ | ৬৭৯ | ৩,১৩৬ | KH-12 |
প্রিয় বিহার | ព្រះវិហារ (প্রেঃবিহার) | তবেং মিয়েঞ্চিয়েই পৌরসভা | ২৫১,৩৫২ | ১৩,৭৮৮ | ১৮ | KH-13 |
প্রিয়েই বেং | ព្រៃវែង (প্র্যৈবেঙ) | প্রিয়েই বেং পৌরসভা | ১,০৫৭,৪২৮ | ৪,৮৮৩ | ২১৭ | KH-14 |
পোসাত | ពោធិ៍សាត់ (পোর্থিসাত) | পোসাত পৌরসভা | ৪১১,৭৫৯ | ১২,৬৯২ | ৩২ | KH-15 |
রতনগিরি | រតនគិរី (রোতনকিরি) | বানলুং পৌরসভা | ২০৪,০২৭ | ১০,৭৮২ | ১৯ | KH-16 |
শ্যাম রিয়েপ | សៀមរាប (শ্যেমরাব) | শ্যাম রিয়েপ পৌরসভা | ১,০০৬,৫১২ | ১০,২৯৯ | ৯৮ | KH-17 |
প্রিয় সিহানুক | ព្រះសីហនុ (প্রেঃসৈহনৌ) | সিহানুকবিল্লে পৌরসভা | ৩০২,৮৮৭ | ১,৯৩৮ | ১৫৬ | KH-18 |
স্তং ত্র্যাং | ស្ទឹងត្រែង (স্ত্যৈঙত্রেঙ) | স্তং ত্র্যাং পৌরসভা | ১৫৯,৫৬৫ | ১১,০৯২ | ১৪ | KH-19 |
সোয়াই রিয়েং | ស្វាយរៀង (স্বায়র্যেঙ) | সোয়াই রিয়েং পৌরসভা | ৫২৪,৫৫৪ | ২,৯৬৬ | ১৭৭ | KH-20 |
তাকেও | តាកែវ (তাকেব) | দৌন কেও পৌরসভা | ৮৯৯,৪৮৫ | ৩,৫৬৩ | ২৫২ | KH-21 |
উত্তর মিয়েঞ্চিয়েই | ឧត្តរមានជ័យ (উত্তরমিআনচ্য) | সামরোং পৌরসভা | ২৬১,২৫২ | ৬,১৫৮ | ৪২ | KH-22 |
কেপ | កែប (কেপ) | কেপ পৌরসভা | ৪১,৭৯৮ | ৩৩৬ | ১২৪ | KH-23 |
পাইলিন | ប៉ៃលិន (পৈলিন) | পাইলিন পৌরসভা | ৭১,৬০০ | ৮০৩ | ৮৯ | KH-24 |
তবৌং খমুম | ត្បូងឃ្មុំ (ত্বৌঙখ্মৌং) | সুয়ং পৌরসভা | ৭৭৫,২৯৬ | ৫,২৫০ | ১৪৮ | KH-25 |
ইতিহাস
সম্পাদনা- ১৯৭৫: খ্মের রুজ সরকার কম্বোডিয়ার পুরানো প্রশাসনিক বিভাগগুলিকে পুনর্বিন্যাস করেন৷ প্রদেশগুলি বাদ দিলে গণতান্ত্রিক শ্যামদেশ সাতটি ভৌগোলিক ক্ষেত্রে (দাম্বন খ্মের: តំបន់) বিভক্ত: উত্তরপশ্চিম, উত্তর, উত্তরপূর্ব, পূর্ব, দক্ষিণপশ্চিম, পশ্চিম এবং মধ্য৷ খ্মের রুজের সাথে খ্মের প্রজাতন্ত্রের মধ্যে কম্বোডিয়ার গৃহযুদ্ধ চলাকালীন প্রশাসনিক সুবিধার্থে তৎকালীন বিভাগগুলির থেকে এই সাতটি অঞ্চল গঠন করা হয়৷ [২]
- ২০০৮: ২০০৮ খ্রিস্টাব্দের ২২শে ডিসেম্বর রাজা নরোত্তম সিহমণি একটি রাজফরমানে সাক্ষর করেন যার ফলে কেপ, পাইলিন ও প্রিয় সিহানুক পৌরসভাগুলিকে প্রাদেশিক পৌরসভায় রূপান্তরিত করা হয় এবং অন্যান্য কয়েকটি প্রদেশের সীমানার পরিবর্তন করা হয়৷[৩]
- ২০১৩: ২০১৩ খ্রিস্টাব্দের ৩১শে ডিসেম্বরে রাজা নরোত্তম সিহমণির সাক্ষর করা একটি ফরমানে অনুসারে কামপং চাম প্রদেশটিকে দুটি ভাগে বিভক্ত করা হয়৷ মেকং নদীর পশ্চিম পাড়ে নতুন কামপং চাম প্রদেশ ও পূর্ব পাড়ে তবোং খমুম প্রদেশ গঠন করা হয়৷[৪]
- ২০১৮: ২০১৮ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে আভ্যন্তরীণ মন্ত্রণালয় সদস্য সা খেঙ কান্দাল, মন্দলগিরি ও রতনগিরি প্রদেশগুলি থেকে নতুন আরো কিছু প্রদেশ গঠনের প্রস্তাব দেন৷[৫] যদিও প্রধানমন্ত্রী হুন সেন এই প্রস্তাব খারিজ করে দেন৷
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "General Population Census of the Kingdom of Cambodia 2019: Provisional Population Totals" (পিডিএফ)। National Institute of Statistics। Ministry of Planning। জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৯।
- ↑ Tyner, James A (২০০৮)। The Killing of Cambodia: Geography, Genocide and the Unmaking of Space। Ashgate Publishing, Ltd.। আইএসবিএন 0-7546-7096-1। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯।
- ↑ Vong, Sokheng (৩১ ডিসেম্বর ২০০৮)। "Decree creates three new provinces"। Phnom Penh Post (ইংরেজি ভাষায়)।
- ↑ Mom, Kunthear; Ponniah, Kevin (১০ জানুয়ারি ২০১৪)। "Kampong Cham's great divide"। Phnom Penh Post (ইংরেজি ভাষায়)।
- ↑ Vicheika, Kann (৩১ আগস্ট ২০১৮)। "Cambodia to Create Two New Provinces in Bid for 'Efficiency'"। Voice of America। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯।