কম্বোডিয়ায় ধর্ম

বৌদ্ধধর্ম কম্বোডিয়ার রাষ্ট্রধর্ম। কম্বোডিয়ার জনসংখ্যার আনুমানিক ৯৭% থেরবাদ বৌদ্ধধর্ম অনুসরণ করে, ইসলাম, খ্রিস্টান এবং উপজাতীয় অ্যানিমিজমের পাশাপাশি বাহাই বিশ্বাসের ছোট অংশের বেশির ভাগই রয়েছে।[২] ওয়াট (বৌদ্ধ মঠ) এবং সংঘ (ভিক্ষুধর্ম), পুনর্জন্ম এবং যোগ্যতা সঞ্চয়ের মতো অপরিহার্য বৌদ্ধ মতবাদের সাথে ধর্মীয় জীবনের কেন্দ্রে রয়েছে।

কম্বোডিয়ায় ধর্ম (২০১৯ ওয়ার্ল্ড ফ্যাক্টবুক)[১]

  বৌদ্ধধর্ম (৯৭.১%)
  ইসলাম (২%)
  অন্যান্য (০.৫%)

২০১৯ সালের দ্য ওয়ার্ল্ড ফ্যাক্টবুক অনুসারে, কম্বোডিয়ার জনসংখ্যার ৯৭.১% ছিল বৌদ্ধ, ২% মুসলিম, ০.৩% খ্রিস্টান এবং ০.৫% অন্যান্য।

২০১০ সালে পিউ রিসার্চ সেন্টারের মতে, কম্বোডিয়ার জনসংখ্যার ৯৬.৯% ছিল বৌদ্ধ, ২.০% মুসলিম, ০.৪% খ্রিষ্টান এবং ০.৭% লোকজধর্ম এবং অধর্মীয়।[৩]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Cambodia"The World Factbook (ইংরেজি ভাষায়)। Central Intelligence Agency। ২০২৩-০৯-০১। 
  2. "Religious Composition by Country" (পিডিএফ)Global Relidious Landscape 2010। Pew Research Center। মার্চ ১০, ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯ 
  3. "Religious Composition by Country" (পিডিএফ)Global Relidious Landscape 2010। Pew Research Center। মার্চ ১০, ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯ "Religious Composition by Country" (PDF). Global Relidious Landscape 2010. Pew Research Center. Archived from the original ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ মার্চ ২০১৬ তারিখে