কোমোরোসে কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম

কোমোরোসে কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম হলো দেশের চলমান করোনাভাইরাস রোগ ২০১৯ (কোভিড-১৯) মহামারীর গুরুতর তীব্র শ্বাসযন্ত্রীয় রোগলক্ষণসমষ্টি সৃষ্টিকারী করোনাভাইরাস ২ (সার্স-কোভি-২) নামক ভাইরাসের প্রতিক্রিয়া হিসেবে এর বিরুদ্ধে একটি চলমান টিকাদান অভিযান।

কোমোরোসে কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম
কারণকোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী

কোমোরোস ২০২১ সালের ১০ এপ্রিলে তার টিকাদান কার্যক্রম শুরু করে। প্রাথমিকভাবে দেশটি চীনের দান করা সিনোফার্ম বিবিআইবিপি টিকার ১০০,০০০ ডোজ ব্যবহার করে।[১] ২০২১ সালের ৮ জুন পর্যন্ত, মোট ৮৪,৩৬০ টি ডোজ দেওয়া হয়। ৪৩,১৪০ জনকে এক ডোজ দেওয়া হয় এবং ৪১,২২০ জনকে সম্পূর্ণ ডোজ দেওয়া হয়।[২] ২০২১ সালের ২৬ জুন, কোমোরোস সিনোফার্ম বিবিআইপি টিকার ২০০,০০০ টি অতিরিক্ত ডোজ কিনে এবং এর পাঁচ দিন পরে চীন ১০০,০০০ টি ডোজ দান করে।

অগ্রগতি সম্পাদনা

কোমোরোসে টিকাদান ক্রমবর্ধমান[৩]  

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Covid-19 : 94% des personnes éligibles aux Comores sont vaccinées"Comores-infos (ফরাসি ভাষায়)। ২০২১-০৪-২৯। ২০২১-০৫-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৪ 
  2. "Vaccinations and COVID-19 funding for least developed countries"। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৫ 
  3. "owid/covid-19-data"GitHub (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৭