কমিউনিস্ট বিপ্লবীদের অন্ধ্রপ্রদেশ কমিটি (চন্দ্র পুল্লা রেড্ডি)

কমিউনিস্ট বিপ্লবীদের অন্ধ্রপ্রদেশ কমিটি ছিল চন্দ্র পুল্লা রেড্ডির নেতৃত্বে ভারতের অন্ধ্রপ্রদেশের একটি কমিউনিস্ট দল। ১৯৭১ সালে টি. নাগি রেড্ডির নেতৃত্বে মূল এপিসিসিআর থেকে বিভক্ত হয়ে দলটি গঠিত হয়েছিল। ১৯৭৫ সালে সংগঠনটি সত্যনারায়ণ সিংয়ের নেতৃত্বে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেনিনবাদী) এর সাথে একীভূত হয়।[১]

তথ্যসূত্র

সম্পাদনা