কমলাবাড়ি সত্র মহাপুরুষ মাধবদেবের প্রিয় শিষ্য বদুলা আতা প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর প্রকৃত নাম কমলাকান্ত আতা। মহাপুরুষ শংকরদেবের আজ্ঞামর্মে মাধবদেবের গায়ের বদ্বল দিয়ে ধর্মপ্রচারের অনুমতি দেয়ায় বদলা নাম পান। তাই বদলা পদ্ম আতারূপে পরিচিত হন।কালক্রমে এই সত্র দুভাগ হয়। উত্তর দিকে প্রতিষ্ঠা হওয়ার জন্য এটিকে উত্তর কমলাবাড়ি সত্র এবং মূল সত্রটি নতুন কমলাবাড়ি সত্র বলে পরিচিত হয়। বর্তমান উত্তর কমলাবাড়ি সত্রের সত্রাধিকার শ্রীশ্রী জনার্দন দেবগোস্বামী এবং নতুন কমলাবাড়ি সত্রের সত্রাধিকার শ্রীশ্রী নারায়ণ চন্দ্র দেবগোস্বামী।[১]

কমলাবাড়ি সত্র

আরও দেখুন

সম্পাদনা

আউনীআটী সত্র

তথ্যসূত্র

সম্পাদনা
  1. মাজুলীর ঐতিহ্য, সংকলন আরু সম্পাদনা – জয়ন্ত কুমার বরা,অনন্ত কলিতা।