কমন ওইট

হেসপেরিডি পরিবারের প্রজাপতি

কমন ওইট (বৈজ্ঞানিক নাম: Iton semamora(Moore)) এক প্রজাতির মাঝারী আকারের প্রজাপতি। এরা ‘হেসপেরায়িডি’ গোত্রের এবং 'হেসপেরায়িনি' উপগোত্রের সদস্য।[১]

কমন ওইট
Common Wight
ডানা বন্ধ অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণীজগৎ
পর্ব: সন্ধিপদী
শ্রেণী: পতঙ্গ
বর্গ: লেপিডোপ্টেরা
পরিবার: Hesperiidae
গণ: Iton
প্রজাতি: I. semamora
দ্বিপদী নাম
Iton semamora
(Moore, 1866)

আকার সম্পাদনা

কমন ওইট এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৪২-৪৬ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[১][২]

উপপ্রজাতি সম্পাদনা

ভারতে প্রাপ্ত কমন ওইট এর উপপ্রজাতি হল-[৩]

  • Iton semamora semamora Moore, 1865 – Bengal Common Wight

বিস্তার সম্পাদনা

ভারতএ (পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ[৪] এবং উত্তর-পূর্ব ভারত ও পূর্ব হিমালয়), এছাড়া বাংলাদেশ, ভুটান, মায়ানমার, সুমাত্রা, বর্নিও, মালয় উপদ্বীপ এবং ফিলিপিন্স এর বিভিন্ন অঞ্চলে এদের দেখা যায়।[৫]

বর্ণনা সম্পাদনা

প্রজাপতির দেহাংশের পরিচয় বিশদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-

ডানার উপরিতল : উভয় ডানার উপরিতল কালচে বাদামী। সামনের ডানায় ২ থেকে ৪ নং শিরামধ্য জড়ে ৩টি সাদা এবং অর্দ্ধস্বচ্ছ ডিসকাল ছোপ তীর্যক ভাবে বিস্তৃত। ২ নং শিরা মধ্যের ডিসকাল ছোপটি সর্ববৃহৎ; পরবর্তী ছোপগুলি ক্রমশ ক্ষুদ্রাকৃতি হয়েছে। নমুনাভেদে উক্ত ডিসকাল ছোপের নিচে ২ অথবা ৩ টি ক্ষুদ্র, সাদা এবং অর্দ্ধস্বচ্ছ ছোপ ৬ থেকে ৮ নং শিরামধ্য জুড়ে বর্তমান। পিছনের ডানায় ডরসামের মধ্যভাগ থেকে টর্নাস পর্যন্ত বিস্তৃত একটি লম্বাটে সাদা টর্নাল অস্পস্ট পটি চোখে পড়ে কিছু নমুনাতে। আবার কিছু নমুনাতে তা অনুস্পস্থিত। তবে স্ত্রী প্রকারে উক্ত সাদা পটি অধিক সুগঠিত এবং কালো শিরা দ্বারা বিভক্ত। পিছনের ডানা সাদা সিলিয়া অথবা প্রান্তরোঁয়াযুক্ত।

ডানার নিম্নতল: সামনের ডানা হলদে বাদামী এবং উপরিতলের ছোপগুলি অর্দ্ধস্বচ্ছতার কারনে নিম্নতলে স্পস্ট অথবা আবছা ভাবে দৃশ্যমান। কিছু কিছু নমুনায়, টার্মেন অথবা প্বার্শপ্রান্তরেখার মধ্যভাগে সাব-টার্মিনাল অংশে স্পস্ট অথবা অস্পষ্ট চওড়া সাদা পটি দেখা যায়। পুরুষ প্রকারে, ডানার গোড়ার দিকে ডরসামের কাছে কালো রোঁয়ার গঠিত টিঁকি (Tuft) চোখে পড়ে। পিছনের ডানার বেস অথবা গোড়া, ডরসাম এবং টার্মেন জুড়ে ডানার প্রায় চার-পঞ্চমাংশ সাদা এবং কোস্টার দিকের বাকীওংশ হলদে-বাদামী, এবং টার্মেন বরাবর শীর্ষ (অ্যাপেক্স) থেকে টর্নাস পর্যন্ত বিস্তৃত কালচে-বাদামী প্রায় অর্দ্ধচন্দ্রাকৃতি ছোপের সারি বিদ্যমান। কিছু কিছু নমুনাতে সাদা চওড়া অংশের মধ্যভাগ একটি ক্ষুদ্র বাদামী ডিসকাল ছোপ লক্ষ করা যায়।

শুঙ্গ কালচে বাদামী বর্ণের, মাথা, বক্ষদেশ এবং উদরের উপরিতলে কালচে বাদামী এবং নিম্নতলে সাদা। স্ত্রী-পুরুষ প্রকারভেদ থাকলেও, এই প্রজাতির মর্ফগত রূপভেদ নেই।[৫]

আচরণ সম্পাদনা

পশ্চিমবঙ্গ, সিকিম, মেঘালয় অঞ্চলে দুর্লভ এবং অন্যান্য প্রাপ্তব্য অঞ্চলে কম দেখতে পাওয়া এই প্রজাতির ঊড়ান দ্রুত। এরা মাটিতে, পাথুরে দেওয়াল অথবা পাথরে। গাছের পাতায় এবং সরু ডালে সাধারণত অবস্থান করে; তবে স্বভাবগত ভাবে এদের ফুলে বসতে দেখা যায় না। এই প্রজাতি রোদ পোহানোর সময় প্রায় সর্বদাই ডানা আংশিক মেলে বসে; সম্পূর্ণ ডানা মেলে এদের বসার কোনো উল্লেখ এবং চিত্র পাওয়া যায় নি। পাখির বিষ্ঠা এদের অতি প্রিয় খাদ্যরস সংগ্রহের উৎস এবং পাথরের ভিজে ছোপে বসে খাদ্যরস শোষন করতেও দেখা যায়। নিচু উচ্চতাযুক্ত ঘন পাহাড়ি জঙ্গল এদের পছন্দের বাসভূমি। তবে মাঝে মধ্যে জঙ্গলের ফাঁকা জায়গায় এবং পথের ধারেও এদের আনাগোনা লক্ষ করা যায়।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Wynter-Blyth, M.A. (1957) Butterflies of the Indian Region, pg 488.
  2. Kunte, Krushnamegh (২০১৩)। Butterflies of The Garo Hills। Dehradun: Samrakshan Trust, Titli Trust and Indian Foundation of Butterflies। পৃষ্ঠা ১৯। 
  3. "Iton semamora (Moore, [1866]) – Common Wight"। ১৩ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২০ 
  4. Sondhi, S. & K. Kunte(2016). Butterflies (Lepidoptera) of the Kameng Protected Area Complex, western Arunachal Pradesh, India. Journal of Threatened Taxa 8(8): 9053–9124; http://dx.doi.org/10.11609/jott.2984.8.8.9053-9124
  5. A Pictorial Guide Butterflies of Gorumara National Park (2013 সংস্করণ)। Department of Forests Government of West Bengal। পৃষ্ঠা ৩০৩।