কণাসমূহের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
- আবিষ্কারের ধারাবাহিকতা অনুসারে অতিপারমাণবিক কণাসমূহের তালিকা জানার জন্য দেখুন, কণা আবিষ্কারের কালপঞ্জি
এটি কণা পদার্থবিজ্ঞানের সকল কণাসমূহের একটি তালিকা। বর্তমানে মানুষের জ্ঞাত এবং অজ্ঞাত তথা হাইপোথেটিক্যাল সকল কণা এতে অন্তর্ভুক্ত রয়েছে। এমনকি এদের হতে যে সকল যৌগিক কণাসমূহ গঠিত হয় তাদের তালিকায় প্রদান কা হয়েছে।
মৌল কণা
সম্পাদনাযে কলাগুলোর অভ্যন্তরীন কোন পরিমাপযোগ্য গঠন নেই এবং যারা অন্য কোন কণা দ্বারা গঠিত নয় তাদেরকে মৌল কণা বলা হয়। এরাই কোয়ান্টাম ক্ষেত্র তত্ত্বের মৌলিক বস্তু। এই মৌল কণাগুলোকে তাদের স্পিনের উপর ভিত্তি করে শ্রেণিবিভাগ করা যায়। যেমন, ফার্মিয়নের ঘুর্ণন অর্ধ ভগ্নাংশ এবং বোসনের স্পিন পূর্ণ সংখ্যা।
প্রমিত মডেল
সম্পাদনাবর্তমানে মৌল কণাসমূহের পদার্থবিজ্ঞান বলতে প্রমিত মডেল নিয়ে অধ্যয়নকেই বোঝানো হয়ে থাকে। একমাত্র হিগ্স বোসন ব্যতীত প্রমিত মডেলের অন্য সকল মৌল কণাই পর্যবেক্ষণ করা হয়েছে।
ফার্মিয়ন (অর্ধ-সংখ্যা স্পিন)
সম্পাদনাকোয়ার্ক
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- S. Eidelman; ও অন্যান্য (২০০৪)। ""Review of Particle Physics""। Physics Letters B। 592: 1। (All information on this list, and more, can be found in the extensive, annually-updated review by the Particle Data Group)
- Joseph F. Alward, Elementary Particles, Department of Physics, University of the Pacific
- Elementary particles, The Columbia Encyclopedia, Sixth Edition. 2001.