কড়ি ও কোমল হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ।[১][২] এটি ১৮৮৬ খ্রীস্টাব্দে প্রকাশিত হয়।[১][২] এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "উন্মেষ পর্ব"-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।[২]

কড়ি ও কোমল
লেখকরবীন্দ্রনাথ ঠাকুর
দেশভারত
ভাষাবাংলা
ধরনকবিতা
প্রকাশিত১৮৮৬

উৎসর্গ সম্পাদনা

রবীন্দ্রনাথ "কড়ি ও কোমল" কাব্যগ্রন্থটি তাঁর বড় ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন।[৩]

মূল বিষয়বস্তু সম্পাদনা

মর্ত্য তথা বাহ্যিক বিষয়ের প্রতি আকর্ষণ, মানবপ্রেম ও মৃত্যু রহস্যের গভীর অনুভূতি থেকেই রবীন্দ্রনাথ "কড়ি ও কোমল" কাব্যগ্রন্থটি রচনা করেন। এতে তারুণ্যের উচ্ছলতাও বিশেষভাবে পরিলক্ষিত হয়।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কবিগুরুর সাহিত্যকর্ম"risingbd.com। ২০১৪-০৮-০৯। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৫ 
  2. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ড. দুলাল চক্রবর্তী, জুলাই - ২০০৭, বাণী বিতান।
  3. "কড়ি ও কোমল - উৎসর্গ,১ | রবীন্দ্র রচনাবলী"rabindra-rachanabali.nltr.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৫ 

বহিঃসংযোগ সম্পাদনা