শিলাময় গ্রহ
এমন একটি গ্রহ যা প্রধানত সিলিকেট পাথর বা ধাতু দ্বারা গঠিত।
(কঠিন গ্রহ থেকে পুনর্নির্দেশিত)
টিরেসট্রিয়াল গ্রহ বা শিলাময় গ্রহ (ইংরেজি: Terrestrial planet বা rocky planet) বলতে বোঝায় এমন একটি গ্রহ যা প্রধানত সিলিকেট পাথর বা ধাতু দ্বারা গঠিত। সৌরজগতের মধ্যে, কঠিন গ্রহ হচ্ছে সূর্যের কাছে অবস্থিত অভ্যন্তরীণ গ্রহগুলো। এদের কঠিন গ্রহাবরণ থাকে যা গ্যাসীয় দৈত্যদের সাথে একটি উল্লেখযোগ্য পার্থক্য তৈরি করে যেগুলো মূলত হাইড্রোজেন, হিলিয়াম ও জলের নানা ভৌতাবস্থার বিভিন্ন সংযুক্তিতে গঠিত।
বহিঃসংযোগ
সম্পাদনা- SPACE.com: Q&A: The IAU's Proposed Planet Definition 16 August 2006
- BBC News: Q&A New planets proposal Wednesday, 16 August 2006