ওহাইও স্টেট রুট ৩৭০

স্টেট রুট ৩৭০ (এসআর ৩৭০) রাস্তাটি যুক্তরাস্ট্রের পশ্চিমাঞ্চলীয় ওহাইও রাজ্যে অবস্থিত একটি উত্তর- দক্ষিণমূখী ১.২১ মাইল দীর্ঘ একটি রাজ্য মহাসড়ক। রাস্তাটির দক্ষিণ প্রান্তবিন্দু ইয়োলো স্প্রিংস থেকে দুই মাইল (৩.২ কি.মি) দক্ষিণ পূর্বে অবস্থিত জন ব্রায়ান স্টেট পার্ক এর প্রবেশমুখ থেকে যাত্রা শুরু করে , উত্তর প্রান্তবিন্দু ইয়োলো স্প্রিংস থেকে ০.৭৫ মাইল (১.২১ কি.মি) পূর্বে অবস্থিত এসআর ৩৪৩ গিয়ে সমাপ্ত হয়।

State Route 370 marker

State Route 370

পথের তথ্য
ওডিওটি কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত
দৈর্ঘ্য১.২১ মা[১] (১.৯৫ কিমি)
অস্তিত্বকাল১৯৩৪[২][৩]–বর্তমান
প্রধান সংযোগস্থল
দক্ষিণ প্রান্ত:ইয়োলো স্প্রিংস এর নিকটে অবস্থিত জন ব্রায়ান স্টেট পার্ক
উত্তর প্রান্ত:এসআর ৩৪৩ SR ৩৪৩, ইয়োলো স্প্রিংস এর নিকটে
অবস্থান
কাউন্টিসমূহগ্রিন
মহাসড়ক ব্যবস্থা
  • ওহাইও অঙ্গরাজ্যের মহাসড়ক ব্যবস্থা
SR ৩৬৯ SR ৩৭১

এসআর ৩৭০, ১৯৩০ দশকের মাঝামাঝি তৈরী করা হয়েছে। একটি শাখা সড়ক হিসেবে রাস্তাটি জন ব্রায়ান স্টেট পার্ককে জাতীয় মহাসড়ক ব্যবস্থায় যুক্ত করে। দুই-লেনের মহাসড়কটি গ্রিন কাউন্টির উত্তরাংশে অবস্থিত।

রাস্তার বিবরণ সম্পাদনা

পুরো ১.২১ মাইল (১.৯৩ কি.মি) লম্বা রাস্তাটি (এসআর ৩৭০), উত্তরাঞ্চলীয় গ্রিন কাউন্টির মিয়ামি টাউনশিপের প্রান্তে অবস্থিত। ইয়োলো স্প্রিংস থেকে ২ মাইল (৩.২ কি.মি) দক্ষিণ-পূর্বে অবস্থিত জন ব্রায়ান স্টেট পার্কের প্রবেশমুখ থেকে রাস্তাটির যাত্রা শুরু হয়। রাস্তাটির উত্তরদিক বরাবর যাত্রা পথে এটি বনজঙ্গল খোলা মাঠ এবং কিছু বাড়িঘর অতিক্রম করে এগিয়ে যায়। অবশেষে রাস্তাটি তার উত্তর প্রান্তবিন্দু এসআর ৩৪৩ এ উপস্থিত হয়।[৪][৫]

এসআর ৩৭০ এর রক্ষনাবেক্ষনের দায়িত্বে রয়েছে ওহাইও ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশান। রক্ষনাবেক্ষনের অংশ হিসেবে এরা নিয়মিত রাস্তাটি দিয়ে চলাচলকৃত যানবাহনের গড় সংখ্যা প্রকাশ করে থাকে। একে বলা হয় অ্যানুয়াল অ্যাভারেজ ডেইলি ট্রাফিক (এএডিটি)। এএডিটি সাধারনত সংশ্লিষ্ট রাস্তা দিয়ে দৈনিক চলাচলকারী গাড়ির সংখ্যা হিসেব করে, বছর শেষে বের করা হয়। ২০০৮ এর তথ্য মতে, এসআর ৩৭০ দিয়ে দৈনিক গড়ে ১০টি বাণিজ্যিক এবং ২৫০টি ব্যক্তিগত যানবাহন চলাচল করে।[৬] তবে রাস্তাটি জাতীয় মহাসড়ক ব্যবস্থার অংশ নয়।[৭]

ইতিহাস সম্পাদনা

এসআর ৩৭০ রাস্তাটি ১৯৩৪ সালে তৈরী করা হয়। ঐতিহাসিকভাবে এসআর ৩৭০, এসআর ৩৪৩ এর একটি শাখা সড়ক, যেটি কিনা জন ব্রায়ান স্টেট পার্ক পর্যন্ত সংযোগ হিসেবে কাজ করে। শুরুতে রাস্তাটি একটি আধাপাঁকা রাস্তা হিসেবে বিদ্যমান ছিল।[২][৩] তবে ১৯৪১ সালে রাস্তাটিকে পাঁকা সড়কে পরিনত করা হয়। তারপর থেকে রাস্তাটিকে তেমন বড় পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়নি।[৮][৯]

মূখ্য অংশবিশেষ সম্পাদনা

সম্পূর্ণ রুট হল মিয়ামি টাউনশিপ, গ্রিন কাউণ্টি-এ।

মাইল[১]কিঃমিঃগন্তব্যটীকা
০.০০০.০০জন ব্রায়ান স্টেট পার্কজন ব্রায়ান স্টেট পার্ক এর প্রবেশমুখে অবস্থিত রাস্তাটির দক্ষিণ প্রান্তবিন্দু
১.২১১.৯৫এরআর ৩৪৩  SR ৩৪৩  – ইয়োলো স্প্রিংস, ক্লিফটনউত্তর প্রান্তবিন্দু
১.০০০ মাঃ = ১.৬০৯ কিঃমিঃ; ১.০০০ কিঃমিঃ = ০.৬২১ মাঃ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "DESTAPE - Greene County" (পিডিএফ)Ohio Department of Transportation। জুন ২৪, ২০১৫। নভেম্বর ১৭, ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৫, ২০১৫ 
  2. Map of Ohio Showing State Highway System (মানচিত্র)। ODOH দ্বারা মানচিত্রাঙ্কন। Ohio Department of Highways। ১৯৩৩। ২০১০-১২-২৮ তারিখে মূল (MrSID) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০১-১৬ 
  3. Map of Ohio Showing State Highway System (মানচিত্র)। ODOH দ্বারা মানচিত্রাঙ্কন। Ohio Department of Highways। ১৯৩৪। ২০১০-১২-২৯ তারিখে মূল (MrSID) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০১-১৬ 
  4. গুগল (নভেম্বর ১৫, ২০১৫)। "Overview Map of State Route 370" (মানচিত্র)। গুগল ম্যাপস। গুগল। সংগ্রহের তারিখ নভেম্বর ১৫, ২০১৫ 
  5. Ohio Atlas & Gazetteer (মানচিত্র) (7th সংস্করণ)। DeLorme দ্বারা মানচিত্রাঙ্কন। DeLorme। ২০০৪। পৃষ্ঠা 66। § B-2। আইএসবিএন 0-89933-281-1 
  6. "Traffic Survey Report - Greene County" (পিডিএফ)। Ohio Department of Transportation। ২০০৮। পৃষ্ঠা 3। ২০১২-০৫-০৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৯-২৪ 
  7. National Highway System: Ohio (পিডিএফ) (মানচিত্র)। Federal Highway Administration। ডিসেম্বর ২০০৩। ২০১১-০৬-০৬ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৯-২৪ 
  8. Ohio Highway Map (মানচিত্র)। ODOH দ্বারা মানচিত্রাঙ্কন। Ohio Department of Highways। ১৯৪০। ২০১০-১২-২৯ তারিখে মূল (MrSID) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৯-২৪ 
  9. Ohio Highway Map (মানচিত্র)। ODOH দ্বারা মানচিত্রাঙ্কন। Ohio Department of Highways। ১৯৪১। ২০১০-১২-২৯ তারিখে মূল (MrSID) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৯-২৪ 

বহিঃসংযোগ সম্পাদনা

রুটের মানচিত্র:

KML is from Wikidata