ওলেম্বে স্টেডিয়াম

ওলেম্বে স্টেডিয়াম বা পল বিয়া স্টেডিয়াম ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে অবস্থিত একটি বহুকাজে ব্যবহারযোগ্য একটি স্টেডিয়াম। এটি ক্যামেরুনের বৃহত্তম ও আফ্রিকার নবম বৃহত্তম স্টেডিয়াম। ক্যামেরুনের প্রাক্তন প্রেসিডেন্ট পল বিয়ার নামে নামকরণ করা হয়েছে। এটি ২০২১ আফ্রিকা কাপ অব নেশন্সের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান আয়োজন করবে।[১][২][৩]

ওলেম্বে স্টেডিয়াম
মানচিত্র
পূর্ণ নামস্তাদে ওমনিস্পোর্ট পল বিয়া
অবস্থানওলেম্বে, ইয়াউন্দে, ক্যামেরুন
স্থানাঙ্ক০৩°৫৭′০৩″ উত্তর ১১°৩২′২৬″ পূর্ব / ৩.৯৫০৮৩° উত্তর ১১.৫৪০৫৬° পূর্ব / 3.95083; 11.54056
মালিকক্যামেরুন ফুটবল ফেডারেশন
ধারণক্ষমতা৬০,০০০
উপরিভাগঘাস
স্কোরবোর্ডYes
নির্মাণ
নির্মিত২০১৮
উদ্বোধন৩ সেপ্টেম্বর ২০২১
স্থপতিস্টুডিও SHESA আর্কিটেক্টস - সুয়ারেজ
কাঠামোগত প্রকৌশলীMJW স্ট্রাকচার্স
জনসেবা প্রকৌশলীবেটা প্রগেত্তি
সাধারণ ঠিকাদারগ্রুপ্পো পিক্কিনি এস.এ.
ভাড়াটে
 ক্যামেরুন

গঠন সম্পাদনা

এটি কেবলমাত্র বৃহৎ ক্রীড়ানুষ্ঠানই আয়োজন করে না, বরং ওলেম্বে শহরের অর্থনৈতিক উন্নয়নেও সমান সাহায্য করে।

জানুয়ারি ২০২২-এর ঘটনা সম্পাদনা

২৪ জানুয়ারি ২০২২, বহু মানুষের সমাগম ঘটেছিল এই স্টেডিয়ামে নিজের দেশ ক্যামেরুনকোমোরসের মধ্যে খেলা দেখতে, যা ২০২১ আফ্রিকা কাপ অব নেশন্সের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। তবে বহু মানুষ ছত্রভঙ্গ হয়ে যাবার কারণে ৮ জনের মৃত্যু হয় ও ৩৮ জন আহত হন।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "CAF publishes the official TotalEnergies AFCON Cameroon 2021 match schedule" 
  2. http://www.piccinisacm.com
  3. "Olembe Stadium: Future Pride of Cameroon" 
  4. "Africa Cup of Nations: Deadly crush reported at Cameroon stadium"। BBC News। ২৪ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা

পূর্বসূরী
কায়রো আন্তর্জাতিক স্টেডিয়াম
আফ্রিকা কাপ অব নেশন্স
ফাইনাল খেলার আয়োজক

২০২১
উত্তরসূরী
অজানা