ওলগা খারিতোনোভা
ওলগা খারিতোনোভা (নি বেলকিনা; জন্ম ২৩ আগস্ট, ১৯৯০, সেন্ট পিটার্সবার্গে) একজন রুশ স্প্রিন্টার। তিনি ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকে ১০০ মিটার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন; তিনি ১১.৩৮ সেকেন্ডে রাউন্ড ১ দৌড়েছিলেন, যা তাকে সেমিফাইনালে নিতে পারেনি। তিনি মহিলাদের ৪ × ১০০ মি হিটেও দৌড়েছিলেন। [১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Olga Belkina Bio, Stats, and Results"। Olympics at Sports-Reference.com (ইংরেজি ভাষায়)। ২০২০-০৪-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-৩১।
বহিঃসংযোগ
সম্পাদনা- ওলগা খারিতোনোভার আইএএএফ প্রোফাইল (ইংরেজি)