ওয়াসিত প্রদেশ (আরবি: واسط) ইরাকের একটি প্রদেশ। এটি দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত। আরবি শব্দ ওয়াসিত, যার অর্থ মধ্যস্থল, থেকে এই প্রদেশটির নাম এসেছে। নামকরণটি যথার্থ কেননা প্রদেশটি বাগদাদ ও বসরা শহরের মাঝখানে দজলা বা তাইগ্রিস নদীর তীরে অবস্থিত। এই প্রদেশের রাজধানী শহর আল কুতআল হাইওয়াসিত আরও দুইটি প্রধান শহর। ১৯৭৬ সালের আগে এটি কুত প্রদেশ নামে পরিচিত ছিল।

ওয়াসিত প্রদেশ
واسط
প্রদেশ
ওয়াসিত প্রদেশের অবস্থান
স্থানাঙ্ক: ৩২°৪০′ উত্তর ৪৫°৪৫′ পূর্ব / ৩২.৬৬৭° উত্তর ৪৫.৭৫০° পূর্ব / 32.667; 45.750
দেশইরাক
রাজধানীআল কুত
আয়তন
 • মোট১৭,১৫৩ বর্গকিমি (৬,৬২৩ বর্গমাইল)
জনসংখ্যা (2013)
 • মোট১৪,৫০,০০০
প্রধান ভাষাআরবি
ওয়াসিতে শরাবাই স্কুলের গেট

তথ্যসূত্র সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা